E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সৌদি ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

২০২৪ মে ০৫ ১৪:৫৭:৫৩
সৌদি ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী আক্তার (২৩) নামে সৌদি ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর দা সহ স্বামী সফর আলী থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন।

রবিবার (৫ মে) সকাল ১১ টার দিকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামে ঘটে লোহমর্ষক ওই ঘটনা।

এ ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উৎসুক মানুষজনও ভিড় জমাচ্ছেন ওই বাড়িটিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী আক্তারের স্বামী সফর আলী নারায়ণগঞ্জে রংয়ের কাজ করতেন। আর স্ত্রী শিল্পী আক্তার দালাল মারফত এজেন্সির মাধ্যমে সাড়ে ৩ মাস আগে স্বামীর অনুমতি ছাড়াই সৌদি আরব গিয়েছিলেন।

এনিয়ে স্ত্রীকে দেশে ফিরে আনতে ওই দালালকে চাপও দিচ্ছিলেন সফর আলী । স্বামীর চাপে দালাল এজেন্সির মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করে শিল্পী আক্তারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন।
গতকাল শনিবার দেশে এসে স্বামীর বাড়িতে উঠেন শিল্পী আক্তার। স্বামীর বাড়িতে উঠার পর স্বামী সফর আলী জানতে পারেন তাঁর স্ত্রী ৩ মাসের গর্ভবতী।

এ নিয়ে প্বার্শবর্তী ওয়ার্ডের এক সদস্যর কাছে সফর আলী অভিযোগ নিয়ে গেলে ওই ওয়ার্ড সদস্য পরবর্তীতে তা সমাধানের জন্য তাদেরকে পাঠান ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন এর কাছে। তবে শেষ পর্যন্ত আব্দুল মতিন এর কাছে স্ত্রীর অভিযোগ নিয়ে সফর আলী যাননি বলে জানান, ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন।

তিনি জানান, তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে রবিবার সকাল ১১ টার দিকে দা দিয়ে শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করে সফর আলী।

নিহত শিল্পী আক্তারের ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আসামি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনা তদন্তের জন্য পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(একে/এএস/মে ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test