E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে রাজবাড়ীতেও চলছে ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট

২০২২ নভেম্বর ১১ ১২:৫৬:৩৮
মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে রাজবাড়ীতেও চলছে ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট

রাজবাড়ী প্রতিনিধি : ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৩৮ ঘন্টার ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজবাড়ীতেও চলছে পরিবহন ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মহাসড়কে সব ধরণের অবৈধ থ্রি হুইলার বন্ধের দাবিতে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত পরিবহন ধর্মঘট ডেকেছে ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান জানান, ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ তাদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য। এ চিঠির প্রেক্ষিতে তারাও রাজবাড়ী থেকে অভ্যন্তরীণ ও দুরপাল্লার সব ধরণের পরিবহন চলাচল বন্ধ রেখেছেন।

এদিকে, ১২ নভেম্বর (শনিবার) ফরিদপুর বিভাগীয় মহাসমাবেশ করবে বিএনপি। তাদের দাবি, সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার কৌশল করে বাস ধর্মঘটের ব্যবস্থা করেছে।

তবে সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতা মুরাদ ব‌লেন, ধর্মঘ‌টের সঙ্গে বিএন‌পির মহাসমা‌বে‌শের কো‌নো সম্পর্ক নেই।

মহাসড়‌কে প‌রিবহ‌নের বাস ও বড় গা‌ড়িগু‌লো নি‌র্বিঘ্নে চলাচলে তিন চাকার যান, বি‌শেষ ক‌রে থ্রি হুইলার, ন‌ছিমন-ক‌রিমন, ভটভ‌টি, মা‌হেন্দ্র, ব‌্যাটারিচা‌লিত রিকশা ও ভাড়ায়চা‌লিত মোটরসাই‌কেল চলাচল ব‌ন্ধে নি‌ষেধাজ্ঞা স‌ত্ত্বেও তা অবা‌ধে চল‌ছে। এতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘট‌ছে। যে কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মহাসড়ক নিরাপদ কর‌তে যৌক্তিক দাবিতে তারা ধর্মঘট পালন করছেন।

(একেএমজি/এএস/নভেম্বর ১১, ২০২২)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test