E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমাবেশ শেষ হবার আগেই অর্ধেক মাঠ ফাঁকা

২০২২ নভেম্বর ১২ ১৮:০৭:১৮
সমাবেশ শেষ হবার আগেই অর্ধেক মাঠ ফাঁকা

মিঠুন গোস্বামী, ফরিদপুর থেকে : নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে দাম বৃদ্ধি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নিঃশ্বর্তে খালেদা জিয়ার মুক্তি দাবি ও নেতাকর্মীদের হত্যা, হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে বিভাগীয় গণ সমাবেশ করছে বিএনপি। এদিকে সমাবেশ শেষ হবার আগেই সমবেশ স্থলের অর্ধেক মাঠ ফাঁকা দেখা গেছে।

শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই শুরু হয়েছে এই গণসমাবেশ। শুরুতে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়। পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সরেজমিনে, বিকেল সাড়ে ৪ টার দিকে দেখা গেছে, সমাবেশ স্থলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছেন। এদিকে ফখরুলের বক্তব্য চলাকালীন সময়ে অনেক নেতাকর্মী সমবেশ স্থল ত্যাগ করছে। সমাবেশ শেষ হবার আগেই সমাবেশ অর্ধেক ফাঁকা দেখা গেছে।

দলবেঁধে মিছিল নিয়ে সমাবেশ স্থল ত্যাগ করতে দেখা গেছে বোয়ালমারী থেকে আসা কয়েকজন নেতাকর্মীদের। তারা বলেন, সমাবেশ শেষ হবার সাথে সাথেই মাঠে ও সড়কে চাপ পড়বে। দুই দিন আগে এই সমাবেশ স্থলে এসেছিলাম। এখন অনেক ক্লান্ত লাগছে। তাই সমাবেশ শেষ হবার আগেই বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছি।

রাজবাড়ীর পাংশা থেকে আসা কয়েকজন নেতাকর্মীকে সমাবেশ ত্যাগ করতে দেখা যায়। সমাবেশ শেষ হবার আগেই কেনো চলে যাচ্ছেন জানতে চাইলে তারা বলেন, দুইতিন আগে এখানে এসেছিলাম। সারা রাত খোলা আকাশের নিচে পাটি বিছিয়ে ছিলাম। এখন আর শরীর চলছে না। সমাবেশ শেষ হলে বড় ধরনের চাপ পড়বে। তাই আগে ভাগেই সমাবেশ স্থল ত্যাগ করছি।

(এমজি/এসপি/নভেম্বর ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test