E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরীর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নগরকান্দায় স্মরণসভা 

২০২২ নভেম্বর ২৩ ১৭:১৪:৪২
ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরীর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নগরকান্দায় স্মরণসভা 

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : বাংলাদেশ আওয়ামী লীগ নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে ভাষা সৈনিক, মুজিব নগর সরকারের পরিকল্পনা সেলের অবৈতনিক সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরী এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা শাখা কার্যালয়ে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

২৩ নভেম্বর ২০১৫ সালের আজকের এইদিনে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিএসএমএমইউতে (আইসিইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টার দিকে ৮৬ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন। পরিসমাপ্তি ঘটে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, অকুতোভয় সংগ্রামের প্রসিদ্ধ বর্ণিল জীবনের ব্যক্তিত্ব অধিকারী এই নির্ভীক সদা হাস্যউজ্জল মানুষটির।

তিনি ছিলেন একাধারে বাংলাদেশের অগ্রজ বিশিষ্ট কলামিস্ট রাজনীতিবীদ,সমাজ সেবক,বীমা ব্যক্তিত্ব, মহান ভাষা আন্দোলনের সময় চট্টগ্রামে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি,মুক্তি যুদ্ধের সংগঠক মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের সক্রিয় সদস্য ছিলেন গোলাম আকবর চৌধুরী।

তিনি নগরকান্দা সালথা, কৃষ্ণপুর, ফরিদপুর-২ এর ৫ বারের এমপি ও ৩ বার জাতীয় সংসদীয় উপনেতা প্রয়াত নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর জীবনসঙ্গী ছিলেন। তিনি যেমন ছিলেন বহুগুনে গুণান্বিত তেমনি ছিলেন বাংলাদেশের প্রথম বীমা ব্যক্তিত্ব, দেশের কল্যাণে বঙ্গবন্ধুর মতাদর্শের প্রতি ছিলেন আদর্শিক উজ্জীবিত জীবনে বেশী সময় পার করেছেন সেবাদানের মাধ্যমে। ইতিহাস সংস্কৃতি বিজ্ঞতা ও লেখার লেখির সুখ্যাতির জন্য তিনি বাংলা একাডেমীতে বাংলাদেশের লোক সাহিত্য সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে সহধর্মিণী সহ ৩ পুত্র ১ কন্যা, নাতি নাতনী সহ অগনিত গুনগাহী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গোলাম আকবর চৌধুরীর এর সহধর্মিণী নগরকান্দা সালথা কৃষ্ণপুরের ৩৬/৩৭ বছরের রাজনৈতিক পথচলার এলাকার অভূতপূর্ব উন্নয়ন করে গেছেন। তার পদানুসারী বর্তমানে তার কনিষ্ঠ পুত্র শাহাদাব আকবর লাবু চৌধুরী, নগরকান্দা সালথা কৃষ্ণপুর ফরিদপুর--২ সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য এমপি মহোদয়। মেজ সন্তান বিশিষ্ট ব্যাবসাহী ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী, বড় ছেলে আয়মান আকবর বাবলু চৌধুরী বিশিষ্টরাজনীতিবীদ সমাজ সেবক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ এর সন্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন। এ দিনে শ্রদ্ধেয় গোলাম আকবর চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সোবহান মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর আলম বাবলু, জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান শরীফ, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন যুবলীগ কর্মী আক্কাজ মাতুব্বর, আ'লীগের কর্মী বাবু মাতুব্বর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ইং সালের ২৩ নভেম্বর গোলাম আকবর চৌধুরী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(পিবি/এসপি/নভেম্বর ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test