E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে বোমা হামলা, পেট্রোল বোমা ও ককটেল জব্দ

২০২২ ডিসেম্বর ০৫ ২০:৪৫:০২
ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে বোমা হামলা, পেট্রোল বোমা ও ককটেল জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর, কালীগঞ্জ ও হরিণাকুণ্ডু উপজেলা থেকে সাতটি ককটেল ও ৯টি পেট্রোল বোমা জব্দ করেছে পুলিশ। এদিকে কালীগঞ্জের বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৪ ডিসেম্বর) রাতে পৃথক ঘটনায় তিনটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘রবিবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে বসে কয়েকজন আলোচনা করছিলাম। এ সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, বারোবাজার ককটেল বিস্ফোরণের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনিয়ন ছাত্রদল ও বিএনপির সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে।

এদিকে মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, রবিবার ১১টার দিকে একটি নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয় পৌর শহরের মহিলা কলেজপাড়ার একটি ঝোপের মধ্যে ককটেল সদৃশ্য বস্তু পড়ে আছে। পুলিশ গিয়ে বাজারের ব্যাগ থেকে তিনটি ককটেল ও চারটি পেট্রোলবোমা জব্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। হরিণাকুন্ডুর বৈঠাপাড়া এলাকা থেকেও পরিত্যক্ত অবস্থায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ছাত্রদল ও বিএনপি নেতাদের নামে মামলার বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ বলেন, ঢাকার সমাবেশ ব্যার্থ করতে সরকার মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতা হারানোর আতংকে দেশব্যাপী এই বোমা নাটক সাজানো হচ্ছে বলে তিনি মনে করেন।

(একে/এএস/ডিসেম্বর ০৫, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test