E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরিতে ভারতীয় যুবক জামালপুরে

২০২২ ডিসেম্বর ১৮ ১৭:৪৬:২৮
প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরিতে ভারতীয় যুবক জামালপুরে

রাজন্য রুহানি, জামালপুর : প্লাস্টিকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ভারতের মহারাষ্ট্র থেকে পায়ে হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছেন রোহান আগারওয়াল নামে ২০ বছরের এক যুবক। তিনি পরিবেশ রক্ষার আহ্বান নিয়ে ১৬ হাজার কিলোমিটার পায়ে হেঁটে বাংলাদেশে এসেছেন।

নিজ দেশের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে তিনি বাংলাদেশের কয়েকটি জেলা ঘুরে ১৭ ডিসেম্বর জামালপুর আসেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম বাবুর সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ ও পৌরসভায় মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পদব্রজে আসা ওই যুবক বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজে সচেতনতা তৈরিতে এক সেমিনারে অংশ নেন। এরপর শেরপুর জেলায় ভ্রমণ করবেন এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করবেন বলে জানা গেছে।

তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, প্লাস্টিকের বিপজ্জনক প্রভাব নিয়ে সচেতনতা তৈরি করতে বিশ্বের ২০টি দেশে যেতে চান রোহান। ২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তরপ্রদেশ বারানসির গঙ্গার তীর থেকে হাঁটা শুরু হয় তাঁর। তিনি ৮৪৫ দিন আগে যাত্রা শুরু করে এখন পর্যন্ত অতিক্রম করেছেন প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ। এরমধ্যে ভারতের রাজস্থান, হরিয়ানা, দিল্লি, চন্ডিগড়, হিমাচল, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্নাটক, কেরালা ও গোয়া হয়ে মোট ২৭টি রাজ্য পরিভ্রমণ করেন। শেষে ৮ অক্টোবর ফেনীর বিলোনিয়া সীমান্ত অতিক্রম করেন বাংলাদেশে প্রবেশ করেন এই যুবক।

রোহান আগারওয়াল বলেন, ‘এই পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য নয়—প্রাণি ও উদ্ভিদেরও। অথচ সচেতনতার অভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক থেকে বাঁচতেই আমার এই অভিযাত্রা। তাই ভারত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে এসেছি। আমি ভারতের গভর্নমেন্ট সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবার থাকে নাগপুরে। বাংলাদেশের পর মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন, হংকং, ম্যাকাও, মঙ্গোলিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে যাবার ইচ্ছা রয়েছে। যেখানেই গিয়েছি, সেখানকার স্কুল কলেজসহ বিভিন্ন জনসমাগমস্থলে মানুষের সঙ্গে প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে কথা বলেছি।’

তিনি আরও জানান, 'আমার এই যাত্রা শুরু করার মূল উদ্দেশ্য হল প্লাস্টিকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং জীববৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেওয়া। আমি অনেক স্কুল ও ইনস্টিটিউট পরিদর্শন করেছি। সবশেষে আমি সাইবেরিয়ার ওমিয়াকোমে হেঁটে যাব যেখানে তাপমাত্রা মাইনাস ৭২ ডিগ্রি এবং এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান। সেখানে পৌঁছতে পারলে আমি হবো প্রথম দক্ষিণ এশীয় যে স্থলপথে ভারত থেকে সেখানে পৌঁছাবে। সাইবেরিয়া যাবার পথে আরও ৫ বছরে দক্ষিণ এশিয়ার ১২-১৩টি দেশ ভ্রমণের মাধ্যমে অতিক্রম করব।'

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে এসে কয়েকটি জেলা ঘুরে জামালপুরে এসেছেন রোহান। তিনি আমাদের সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে চমৎকারভাবে কথা বলেছেন। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন তিনি।’

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, ভারতের মহারাষ্ট্র থেকে পদব্রজে বাংলাদেশে এসে কয়েকটি জেলা ঘুরে জামালপুরে এসে পৌঁছেছেন অভিযাত্রী রোহান আগারওয়াল। তিনি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা এবং এর ভয়াবহ প্রভাব নিয়ে কাজ করছেন। তিনি হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই স্কুল-কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন। বৈশ্বিক এই ইস্যু নিয়ে কাজ করায় তাঁকে জামালপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানাই। তাঁর এই কাজ একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test