E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ২২.৬৩ কি.মি. মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২২ ডিসেম্বর ২২ ০০:৩৯:৩৯
জামালপুরে ২২.৬৩ কি.মি. মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজন্য রুহানি, জামালপুর : এলেঙ্গা-জামালপুর (৭৭.৬৬ কি.মি.) মহাসড়কের জামালপুরের অংশে পড়া ২২.৬৩ কি.মি সড়ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

'উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ' প্রতিপাদ্যে দেশব্যাপী দুই হাজার কিলোমিটারের মধ্যে এলেঙ্গা-জামালপুর মহাসড়কেরও উদ্বোধন হয়।

এ উপলক্ষে বুধবার (২১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলমগীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সাগরময় রায়, উপ-সহকারী প্রকৌশলী রুবেল মিয়া, উপ-সহকারী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

১১৯.৮৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এলেঙ্গা টু জামালপুর মহাসড়ক স্থাপনের মাধ্যমে যাতায়াত ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। এ পথে যাত্রীদের ভোগান্তি পোহাতে হবেনা। সময়ের অপচয়ও রোধ হবে বলে আলোকপাত করে বক্তারা।

পরে জেলা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা এলেঙ্গা- জামালপুর মহাসড়কের ফলক উন্মোচন করেন।

(আরআর/এএস/ডিসেম্বর ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test