E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১১ দিন ধরে নিখোঁজ ওষুধ ব্যবসায়ী

২০২২ ডিসেম্বর ২২ ১৭:৩৮:৪৭
১১ দিন ধরে নিখোঁজ ওষুধ ব্যবসায়ী

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী থেকে ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নিখোঁজ হয়েছেন জাহাঙ্গীর আলম খোকন (২৭) নামে এক ওষুধ ব্যবসায়ী। ১১ দিন ধরে তাঁর সন্ধান না থাকায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ চরম উৎকণ্ঠায় রয়েছে নিখোঁজের পরিবার।

নিখোঁজ জাহাঙ্গীর আলম খোকন সরিষাবাড়ী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের চর ধানাটা গ্রামের মো. জহুরুল ইসলাম ও মোছা. নুরজাহান দম্পতির ছেলে। তিনি এক ছেলেসন্তানের জনক।

পারিবারিক সূত্র জানায়, সরিষাবাড়ী হাসপাতাল গেইট সংলগ্ন 'মাহাদী মেডিকেল হল'-এর মালিক জাহাঙ্গীর আলম খোকন গত ১০ ডিসেম্বর (শনিবার) ঔষধ কিনতে ঢাকায় যান। পরদিন ১১ ডিসেম্বর তাঁর বাড়ি ফেরার কথা থাকলেও রাত ১১টার পর থেকে ব্যবহৃত মোবাইল নম্বর ও ফেসবুক মেসেঞ্জার বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের বাবা জহুরুল ইসলাম জানান, ১১ ডিসেম্বর রাত ১০.৩০টার দিকে তার মা ও স্ত্রীর সাথে মুঠোফোনে কথা হয়। এসময় সে জানায় যে, বাসযোগে বাড়িতে আসার উদ্দেশ্যে মতিঝিল মডেল স্কুল থেকে মহাখালী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলো। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জাহাঙ্গীর মিশুক প্রকৃতির ও কোনো শত্রু নেই। ১১ দিনেও তার সন্ধান না থাকায় মা ও অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পুরো পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে মতিঝিল থানার উপপরিদর্শক মো. মাহবুব আলম মুঠোফোনে বলেন, নিখোঁজের বিষয়ে সারাদেশে বেতার বার্তা পাঠানো হয়েছে। তাঁর সন্ধান পেতে ডিবি পুলিশও বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন।

(আরআর/এসপি/ডিসেম্বর ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test