E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে শোক সভা ও শোক র‌্যালি

২০১৪ অক্টোবর ১৮ ১৮:৩৪:৫৪
শাহজাদপুরে ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে শোক সভা ও শোক র‌্যালি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে শনিবার বিকেলে শাহজাদপুরে শোক সভা অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে শোকসভা প্রস্তুতি কমিটির উদ্যোগে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাসদ নেতা এ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্ব করেন।

শোক সভায় বক্তব্য রাখেন অধ্যাপক নুরুল ইসলাম, বাসদ নেতা নব কুমার কর্মকার, সিপিবি নেতা শহীদুল্লাহ সবুজ, জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় নেতা রাশেদুল হক রাসু, গণ ফ্রন্টের আসাদ আলী, বাসদ (মাহবুব) নেতা মতিয়ার রহমান, জাসদ নেতা শফিকুজ্জামান শফি, গণমোর্চার রফিকুল ইসলাম, শাহজাদপুর সাহিত্য পরিষদের সভাপতি আতিক সিদ্দিকী, রংধনু কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।

বাসদ নেতা স্মরণ সভার সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন ভাষা সৈনিক আব্দুল মতিন ছিলেন একজন নির্লোভ মানুষ। বাঙালী জাতি ভাষা সৈনিক এ মহানায়ককে চিরকাল স্মরণ করবে। তিনি বলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আব্দুল মতিন বায়ান্ন’র ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন বলেই তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

বক্তারা বলেন ভাষা সৈনিক আব্দুল মতিন এর স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশ গড়ে উঠবে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জন্ম নেওয়া ভাষা সৈনিক আব্দুল মতিনের নামে শাহজাদপুর ও তার জন্মভুমি চৌহালীতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বক্তারা আহ্বান জানান। শোক সভার আগে শাহজাদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং সাহিত্য ও সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এক শোক র‌্যালি বের করেন। র‌্যালিটি শাহজাদপুর সরকারি কলেজ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

(এআরপি/এএস/অক্টোবর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test