E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে ফসলী জমির মাটি কাটার দায়ে ট্রাক ও ট্রলি জব্দ

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৯:০১:২২
বোয়ালমারীতে ফসলী জমির মাটি কাটার দায়ে ট্রাক ও ট্রলি জব্দ

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ফসলী জমি থেকে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মাটি বহনকারী একটি ট্রাক ও একটি ট্রলি জব্দ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডে শিবপুর গ্রাম থেকে মাটি বহন গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের হাশেম শেখের ফসলী জমির মাটি ইট ভাটায় ও বিভিন্ন স্থানে ভরাট কাজে নেয়ার জন্য ঘটনা স্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।

এ ব্যাপারে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ তিন ফসলী জমি নষ্ট করা যাবে না। সে লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে আমরা আসার আগে ঘটনা স্থল থেকে ভেকু ও ট্রলির চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ার কারণে মাটি বহনকারী গাড়ি দুইটিকে জব্দ করে উপজেলা চত্বরে রাখা হয়েছে। তিনি বলেন এখন থেকে প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে।

(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test