E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : লাবু চৌধুরী 

২০২৩ ফেব্রুয়ারি ১১ ১৯:২৯:৫১
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : লাবু চৌধুরী 

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের খেলাধুলার বিকল্প নেই। সেজন্য  শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মণজোগ দিতে হবে। প্রতিটি অভিভাবক তার সন্তানের দিকে লক্ষ্য রাখা উচিত, তার সন্তান কি করে কোথায় যায়। কোনভাবেই যেন আপনার সন্তান মাদকে আসক্ত না হয়। তাই আপনাদের ছেলে-মেয়েকে খেলাধুলা করার জন্য সুযোগ করে দিবেন। তাহলেই আমাদের তরুণদের ভবিষ্যৎ ভালো হবে।

শনিবার (১১ ফ্রেব্রুয়ারী) ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী মুরুটিয়া আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সার্কেল মোঃ আসাদুজ্জামান শাকিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ আফছার উদ্দিন, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক মোঃ বাদল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমূখ।

(এন/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test