E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফরিদপুরে ৮ দিনব্যাপী একুশে গ্রন্থমেলার উদ্বোধন

২০২৩ ফেব্রুয়ারি ২১ ২০:০৩:১৫
ফরিদপুরে ৮ দিনব্যাপী একুশে গ্রন্থমেলার উদ্বোধন

দিলীপ চন্দ, ফরিদপুর : ইতিহাস, ঐতিহ্য ও সাঙ্কৃতিক চর্চা কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে ফরিদপুরে ৮ দিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এই গ্রন্থ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ৩০টি স্টলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানান প্রকাশনী ও লাইব্রেরী মালিকেরা গ্রন্থ মেলায় অংশ নেন।

গ্রন্থ মেলা উপলক্ষ্যে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা, সাংঙ্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ ‌ কাজি গোলাম মোস্তফা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওয়াহিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মিসেস সুপ্রিয়া দত্ত। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী ছাড়াও ফরিদপুর জেলা প্রশাসনের ‌কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাতৃভাষা বাংলার জন্য ৫২'র ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের অবদানের কথা স্মরন করে বর্তমান প্রজন্ম কে বাংলা ভাষার শুদ্ধ চর্চার কথা বলেন বক্তরা। আলোচনা সভা শেষে কবিতা আর্বৃতি, দেশের গান, নাচ অনুষ্ঠিত হয়।

উল্লেখ করে যেতে পারে ৮ দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় মোট ২৬ টি স্টল অংশগ্রহণ করছে।

এছাড়া প্রতিদিন সন্ধ্যায় নির্ধারিত মঞ্চে সংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে আয়োজকেরা জানান।
(ডিসি/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test