E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইতালী প্রবাসীর মৃত্যুর ৩ বছর পর রহস্য উদঘাটন

২০২৪ এপ্রিল ২৯ ১৬:৩৯:১৮
ইতালী প্রবাসীর মৃত্যুর ৩ বছর পর রহস্য উদঘাটন

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ইতালি প্রবাসী বাচ্চু শেখ। ৩ বছর আগে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মৃত্যু হয় তার। সেই মামলার রহস্যের জট খুলেছে ৩ বছর পর। আসামি আমির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ৩ বছর আগের ঘটনার বর্ণনা দিয়েছেন।

গোপালগঞ্জ পিবিআই’র পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ পিবিআই’র এসআই মোঃ ফিরোজ আহমেদ জানান, বিগত ২০২১ সালের ৯ মার্চ ইতালী প্রবাসী বাচ্চু শেখ হানিফ এন্টার প্রাইজের একটি বাসে করে তার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তপারকান্দি গ্রামে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্য আমির হোসেন ও তার দলবল কৌশলে ভিকটিমের সাথে ভাব জমায়। এক পর্যায়ে তাকে বিস্কুটের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খা্ইয়ে দেয় তারা। তিনি অচেতন হয়ে পড়েন। তারপর প্রবাসীর কাছে থাকা মালামাল নিয়ে নিয়ে চম্পট দেয় অজ্ঞান পার্টির সদস্যরা। এতে প্রবাসী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। বাসের হেলপার তার স্ত্রীকে ফোন দিয়ে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় প্রবাসীকে পোঁছে দেয়। তারপর বাসটি বরিশালের দিকে চলে যায়।

মারাত্মক অসুস্থ অবস্থায় বাচ্চু শেখকে প্রথমে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রবাসী বাচ্চু শেখের স্ত্রী মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার পিবিআই‘র কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে গোপালগঞ্জ পিবিআই মূল অভিযুক্ত আমির হোসেনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। আমির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test