E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে কাউন্সিলর মিল্টনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৮:১৯:৪৩
জামালপুরে কাউন্সিলর মিল্টনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মিল্টনের বিরুদ্ধে নিরীহ পরিবারের বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের দেউরপাড় চন্দ্রা গ্রামের রাজমিস্ত্রী জুলহাস উদ্দিন ও তার ভাই মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, কাউন্সিলর কামরুল হাসান মিল্টনের নেতৃত্বে একদল ভূমিদস্যু রবিবার দুপুরে তাদের বসতবাড়িসহ ৫ দশমিক ৪০ শতাংশ জমি জবরদখল এবং বসতবাড়ির মালামাল লুটতরাজ করা হয়েছে। বাড়ির আঙিনায় থাকা বড় দুটি একাশি গাছ কেটে নিয়েছে কাউন্সিলরের ক্যাডাররা। ত্রিপল নাইনে ফোন করা হলে ঘটনার সময় পুলিশ উপস্থিত হলেও পুলিশের সামনেই তাদের মারধর করেছে কাউন্সিলর ও তার বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় রবিবার রাতে কাউন্সিলরসহ ৬ জনের নামে এবং ১৫/২০ জন অজ্ঞাতদের নামে সদর থানায় লিখিত অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাননি এ পরিবারটি। অসহায় এই পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বসতবাড়ি ফেরত ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।

ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মিল্টন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বসতবাড়ি জবরদখল নয়, তাঁর ক্রয় করা জমি দখল নিয়েছেন।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test