E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের নিরঙ্কুশ জয়

২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১৬:২৮:১৯
জামালপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের নিরঙ্কুশ জয়

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আমান উল্লাহ আকাশ ও সাধারণ সম্পাদক পদে আলহাজ অ্যাডভোকেট মো. ইসমত পাশা নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি ও বিএনপি মাত্র ২টি পদে জয় পেয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ২.৩০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ খাজা আলম এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আমান উল্লাহ আকাশ ২০৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট মো. গোলাম নবী পান ১৪২ ভোট।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের আলহাজ অ্যাডভোকেট মো. ইসমত পাশা ২১৬ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবর খান ১৩২ ভোট পান।

অপরদিকে সহ-সভাপতির দুটি পদে অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন ২৩৭ ভোট পেয়ে ১ম বিজয়ী ও মো. বাবর আলী ২০১ ভোট পেয়ে ২য় বিজয়ী হন এবং সহকারী সাধারণ সম্পাদকের দুটি পদে এসএম কামরুল হাসান (পলাশ) ২১০ ভোট পেয়ে ১ম ও ১৮৬ ভোট পেয়ে অ্যাডভোকেট ইউসুফ আলী ২য় স্থান লাভ করে বিজয়ী হন।

এছাড়া বিএনপি সমর্থিত বিজয়ী দুইজন হলেন— অডিটর পদে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু এবং পাঠাগার ও সাহিত্য সম্পাদক পদে অ্যাডভোকেট শামীমা তাসনিম সাথী।

জামালপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ খাজা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৩৬২ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৫২ জন।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test