E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় প্রশাসনের হস্তক্ষেপে সকালে বিয়ে বন্ধ, বিকালে কনের বাড়িতে বরের ভোজন বিলাস!

২০২৩ মার্চ ০৭ ০০:১১:৩৮
নগরকান্দায় প্রশাসনের হস্তক্ষেপে সকালে বিয়ে বন্ধ, বিকালে কনের বাড়িতে বরের ভোজন বিলাস!

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে বাল্যবিয়ের গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কনের বাড়িতে গিয়ে তিন হাজার টাকা জরিমানা করে বাল্যবিয়ে বন্ধ করে দেন এবং অভিভাবকদের মেয়ের বয়স না হওয়ার আগে কোথাও বিয়ে দিতে পারবেনা বলে জানান।কনের অভিভাবক মেয়ের বয়স পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কোথাও বিয়ে দিবেন না বলে সম্মতি প্রকাশ করেন।

অভিযান পরিচালনা শেষ করে চলে আসলে বেলা দুইটার সময় বরের গাড়ী পৌছায় কনের বাড়ি।চলে বরের লোকজনের ভোজন বিলাস।কাজুলি ৮ম শ্রেনীতে পড়ছে বলে তার সহপাঠি সহ স্থানীয়রা জানান।

মেয়ের পিতা বিল্লাল সরদার বলেন আমরা কোর্ট কাবিন করে আনছি সবই কমপ্লিট এসিল্যান্ট এসে তিন হাজার টাকা জরিমানা করে গেছে।মেয়ের বয়স কম কি করে কোর্ট কাবিন করলেন এবং কোর্ট কাবিন দেখতে চাইলে তিনি কোন প্রশ্নের উত্তর না দিয়েই বাড়ির ভিতর চলে যায়।

এ বিষয় নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসানকে বিষয়টি বিভিন্ন ভাবে অবগত করলে তিনি ফোনে জানান আমি অফিস থেকে সেখানে লোক আবার পাঠাচ্ছি। স্হানীয় সাবেক মেম্বার চুন্নু বলেন বরের লোকজন এসে খাইয়া গেছে বর আসে নাই, কোর্ট কাবিন নিয়ে গেছে এসিলেন্ট শুনছি এক বছর পর মেয়েরে তুইলা দিবে।

(পিবি/এএস/মার্চ ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test