E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে কাজের লোকের ছুরিকাঘাতে মালিকের মৃত্যু

২০১৪ অক্টোবর ২২ ১৬:১৬:৪৮
দুর্গাপুরে কাজের লোকের ছুরিকাঘাতে মালিকের মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আলহাজ্ব সিরাজুল হক (৯০) সোমবার রাত ১১.৪৫ মিনিটে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম খান জানান,গত১৬ জুন-১৪ ইং তারিখ পৌরসভা অফিস সংলগ্ন খামার বাড়িতে সিরাজুল হক প্রতিদিনের মত বাড়ীর দেখাশুনার কাজে ব্যাস্ত থাকা অবস্থায় তারই বাড়ীর কাজের লোক শহীদ মিয়া(৩২)কোন কিছু বুঝে না উঠার আগেই তার মুনিব সিরাজুল হক কে ধারালো চাকু দিয়ে আঘাত করিলে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ঘটনার সাথে সাথেই তার ছেলে মুজিবুল হক মিলন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ শহীদ মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। দীর্ঘদিন চিকিৎসার পর সোমবার রাত ১১.৪৫মি. তিনি মৃত্যুবরন করেন।মঙ্গলবার ঢাকায় ময়নাতদন্ত শেষে বুধবার বাদ জহুর দুর্গাপুর স্থানীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র,২ কন্যা নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যায়। তার মৃত্যুতে দুর্গাপুরের সর্বস্তরের মানুষ শোকাহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।

(এনএস/এএস/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test