E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে জামালপুরে গণমাধ্যম কর্মীদের সাথে উন্নয়ন সংঘের মতবিনিময়

২০২৩ এপ্রিল ০৫ ১৫:১০:৩০
হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে জামালপুরে গণমাধ্যম কর্মীদের সাথে উন্নয়ন সংঘের মতবিনিময়

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে উন্নয়ন সংঘ।

বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে বিএসআরএমের আর্থিক সহায়তায় সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

সভায় আরও বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, প্রকল্প ব্যবস্থাপক লিটন চন্দ্র সরকার, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, বাসস'র জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান, দৈনিক বাংলা ৭১ এর জেলা প্রতিনিধি রাজন্য রুহানি, হিজড়া জনগোষ্ঠীর সদস্য আনজু, তমা প্রমুখ।

সভায় সাংবাদিক, হিজড়া সদস্য এবং উন্নয়ন সংঘের কর্মীসহ ৩০জন অংশ নেন। সভা শেষে হিজড়া সদস্যদের উৎপাদিত বাটিক শাড়ি প্রদর্শন করা হয়।

উল্লেখ, হিজড়াদের চলমান আয়ের উৎস এবং কর্মসংস্থানের জন্য বিদ্যমান সুযোগগুলো চিহ্নিত করে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানান। এ প্রকল্পের আওতায় তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে চাহিদা নিরুপণ নিশ্চিত করে কর্মসংস্থান সৃষ্টির কাজ শুরু হয়েছে। তাদের মাঝে ইতিমধ্যে ট্রেডভিত্তিক ২৫ হাজার টাকা করে ৮৯ জনকে বিনাসুদে ঋণ বিতরণ করা হয়েছে। তারা সফলাতার সাথে ব্যবসায়ীক লাভ থেকে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি ও অন্যান্য সুবিধা প্রদানের চিন্তা করা হচ্ছে। সরকারি, বেসরকারি ও সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সরকারিভাবে আবাসন সুবিধা, পরিবারে তাদেরকে সংযুক্তি করা, সরকারি ভাতা নিশ্চিত করা, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করাসহ উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সম্মান ও মানবাধিকার সুরক্ষার কাজ চলছে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়। জামালপুরে প্রাথমিক পর্যায়ে ২৫০ জন হিজড়া সদস্যদের নিয়ে উন্নয়ন সংঘ কাজ করছে।

(আরআর/এএস/এপ্রিল ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test