E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে তিন দিনব্যাপী ফিজিও থেরাপি ক্যাম্পের উদ্ধোধন 

২০২৩ এপ্রিল ১০ ১৭:৫৩:৪৯
ফরিদপুরে তিন দিনব্যাপী ফিজিও থেরাপি ক্যাম্পের উদ্ধোধন 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিত ও নানা ধরনের সামাজিকমুলক কাজের মধ্য দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দেশের সর্ববৃহত ঋন দানকারি প্রতিষ্ঠান আশা সংস্থা। এরই ধারাবাহিকতায় আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ সফিকুল হক চৌধুরীর স্মরনে ফরিদপুরের নগরকান্দায় তিন দিনব্যাপী বিশেষ ফিজিওথেরাপী ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় নগরকান্দা উপজেলার আশা'র গজারিয়ার ব্রাঞ্চে রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাইমদ্দীন মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ সকাল থেকেই তাদের অসুস্থতা জনিত সমস্যা নিয়ে এ ক্যাম্পে হাজির হচ্ছেন। আশার কর্তব্যরত ৬ জন চিকিৎসক ও ৬ জন সেবিকা গণ বিভিন্ন টেষ্টের মাধ্যমে রোগীর সমস্যা চিহ্নিত করে চিকিৎসা বিজ্ঞানের ফিজিওথেরাপির এই বিশেষ চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করছেন। এতে করে চিকিৎসানিতে আসা এসব রোগীরা ফিজিওথেরাপির বিশেষ ব্যায়ামের মাধ্যমে অনেকটা সুস্থতা অনুভব করছেন।

এ উপলক্ষে আয়োজিত এক সভায় আশা ফরিদপুর ডিভিশন এর সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোল্লা, আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ তায়জুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, আশা’র সদরপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আকরাম আলী, ফরিদপুর জেলার এসই মোঃ শাহাদত হোসেন, গজারিয়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামরুজ্জামান সহ আশা’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগিরা।

এ বিষয়ে এ বিষয়ে আশার গজারিয়া ব্রাঞ্চ ম্যানেজার জানান, আশা সংস্থা প্রতিষ্ঠার শুরু থেকেই যে কোন সংকটকালীন সময়সহ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সেবামুলক কর্মকান্ড চালিয়ে আসছে।

আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ সফিকুল হক চৌধুরীর আদর্শকে জাগিয়ে তোলার পাশাপাশি তাকে স্মরনীয় করে রাখার জন্যই আজকের এ আয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র ফিজিওথেরাপিষ্ট মোঃ এ. রহমান।

উল্লেখ্য আশার গজারিয়ার ব্রাঞ্চের সদস্য ও আশপাশের অন্তত সহাস্রাধিক রোগিদের নিয়ে রবিবার থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপি এ ক্যাম্প আগামী মঙ্গলবার নাগাত শেষ হবে। এ ছাড়াও প্রথম দিনে দুইজন পঙ্গু রোগিদের মধ্যে ১ টি করে হুইল চেয়ার ও বিভিন্ন রোগিদের মাঝে চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়।

(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test