E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে একজনকে ৭ দিনের কারাদন্ড

২০২৩ এপ্রিল ১১ ২২:১৫:২৯
সালথায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে একজনকে ৭ দিনের কারাদন্ড

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রির জন্য প্রস্তুত করার দায়ে একজনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের হাটুরিয়া লাহিড়িপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী।

এসময় সালথা থানার এসআই মোঃ আনিচুর রহমানসহ একটি পুলিশ টিম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সালাহউদ্দিন আইযুবী বলেন, ফসলী জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রির জন্য প্রস্তুত করার দায়ে "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে" অভিযুক্ত গৌরাঙ্গ বিশ্বাস, পিতা গোপাল বিশ্বাসকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, সালথা উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

(এএনএইচ/এএস/এপ্রিল ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test