E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে সমবায় ব্যাংকের বিতর্কিত নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা

২০২৩ এপ্রিল ২৯ ১৯:২৫:০৪
ফরিদপুরে সমবায় ব্যাংকের বিতর্কিত নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরে সমবায় ব্যাংকের জেলা সমবায় বিভাগ ও নির্বাচন পরিচালনা কমিটির বিতর্কিত নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞ জারি হওয়ায় নির্বাচন বন্ধ ঘোষণা করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

সূত্র জানায়, দি ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটি নির্বাচন/২৩ এ ফরিদপুর জেলা সমবায় অফিসার জনাব আলম হোসেন ক্ষমতার অপব্যবহার করে একটি পক্ষের দ্বারা প্রভাাবিত হয়ে তাঁর পছন্দের লোককে অবৈধ ভাবে সভাপতি পদে বিজয়ী করার লক্ষে ফরিদপুর জেলা সমবায় কার্যালয় বা ফরিদপুর সদর উপজেলা সমবায় কার্যালয় বা অন্য কোন সরকারী দপ্তরের লোককে নির্বাচনী দায়িত্ব না দিয়ে বোয়ালমারী উপজেলা সমবায় অফিসার মো: আফজাল হোসেন কে নির্বাচন কমিটির সভাপতি পদে নিয়োগ দেন এবং তিনি নির্বাচনী তফসিল ভঙ্গ করে নানা অনিয়ম করার প্রেক্ষিতে এই অভিযোগ এনে ফরিদপুর জেলা জজ আদালতে মামলা দায়ের হওয়ায় বিজ্ঞ আদালত গত ২৭ এপ্রিল নির্বাচন বন্ধের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন।

অভিযোগে জানা গেছে, ফরিদপুর জেলা সমবায় অফিসার গোপনে সমবায় কর্তৃপক্ষ বা ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা ছাড়াই এক তরফা ভাবে তার পছন্দের বোয়ালমারী উপজেলা সমবায় অফিসার মো: আফজাল হোসেন কে নির্বাচন কমিটির সভাপতি পদে ও অপর ২ জনকে সদস্য নিয়োগ করেন। তাঁরা নিরপেক্ষতা ভঙ্গ করে অস্বচ্ছ ভাবে বহিরাগত একজন অসমবায়ী ও একটি শ্রমিক সংগঠনের সভাপতিকে উক্ত ব্যাংকের সভাপতি পদে বিজয়ী ঘোষণার জন্য তৎপরতা চালান এবং তাকে অনৈতিক ভাবে সহযোগী করেন বলে অভিযোগ উঠে। এই ঘটনায় বিভিন্ন অভিযোগে আদালতে মামলা হলে আদালত উক্ত নির্বাচন বন্ধ ঘোষনা করেন। এতে ব্যাংকের প্রকৃত সমবায়ীদের মধ্যে আনন্দের স্বস্তি ফিরে এসেছে।

একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টি করে সমবায়ী নেতৃবৃন্দ কে হয়রানী করে আসছিল এবং তাঁরা বহিরাগত একটি চক্রের মাধ্যমে ব্যাংক দখলের জন্য চেষ্টা চালিয়ে আসছে এবং ব্যাংকের সভাপতি সহ অন্যান্যদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

এই বিষয়ের ব্যাংকের সভাপতি এনায়েত হোসেন আমাদের জানান, উক্ত নির্বাচন কমিটি অনিয়ম করেছে বিষয়টি সত্য। যা দু:খ জনক ঘটনা এবং একটি পক্ষ ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বিনষ্ঠ করেছে এবং আমাদের কার্যক্রমে আতংক সৃষ্টি করেছে।

নির্বাচন বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, আমরা আদালতের নির্দেশ মেনে নির্বাচন বন্ধ করেছি এবং বিষয়টি তাৎক্ষনিক ভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ফরিদপুর, যুগ্ম-নিবন্ধক, ঢাকা বিভাগীয় সমবায় দপ্তর, ঢাকা, যুগ্ম-পরিচালক, এনএসআই, ফরিদপুর, জেলা সমবায় কর্মকর্তা, ফরিদপুর, নির্বাচন কমিটির সদস্যবৃন্দ, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, ফরিদপুর ও সভাপতি/সম্পাদক, ফরিদপুর প্রেসক্লাব লিখিত ভাবে অবহিত করেছি।

(ডিসি/এসপি/এপ্রিল ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test