E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে মাদ্রাসা শিক্ষক মাসুমের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

২০২৩ মে ২১ ২০:০২:০০
ফরিদপুরে মাদ্রাসা শিক্ষক মাসুমের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন কানাইপুরবাসির ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি রবিবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে পালিত হয়। পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হাসান মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করব জয়ের সভাপতি আহমেদ সৌরভের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেবামূলক সংগঠন মানবতার তরীর আহ্বায়ক মিজানুর রহমান বিশ্বাস টুটুল, আমরা করব জয় এর সাধারণ সম্পাদক শরীফ খান, তাকওয়া ফাউন্ডেশনের আহবায়ক মুফতি মুস্তাফিজুর রহমান, ছায়ানীড়ের সদস্য এস এম সালমান প্রমুখ। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন বাকিগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, ফরিদপুর পৌরসভার ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাতিঘরের পরিচালক ইন্ঞ্জিনিয়ার আলী আহমেদ পারভেজ।

মানববন্ধনে গত ১৩ মে এনামুল হাসান মাসুমের উপর অতর্কিত হামলা ও নির্যাতন করার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা রেকর্ড হলেও এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ‌উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো প্রতিনিয়ত সমাজের ভালো কাজে নিরলসভাবে অংশগ্রহণ করে। অথচ তাদের একজন সদস্যকে সন্ত্রাসীরা বেধড়কভাবে মারপিট করেছে, ‌ আর এ ব্যাপারে মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, এটা খুবই দুঃখজনক ও হৃদয় বিদারক।

তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবারের সদস্য বৃন্দ সহ ফরিদপুর শহরের একাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ও সচেতন কানাইপুরবাসী মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

(ডিসি/এএস/মে ২১, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test