E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

২০২৩ মে ২৩ ১৯:৫৪:২৮
ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদরের  আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি  স্বাভাবিক করণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে, সভায় সদরের প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, গরু চুরি, জঙ্গিবাদ, ছিনতাইকারী, মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানা দিক নিয়ে আলোচনা হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর ও স্বাভাবিক রয়েছে। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ ইউনিয়নের আইন-শৃঙ্খলা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কাজ করে যেতে হবে। তিনি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, এলাকায় সাধারণ জনগণের মধ্যে সজাগ দৃষ্টি রাখতে সচেতন করতে হবে। যাতে সন্ত্রাস ও মাদকদ্রব্য প্রতিরোধে বেশি বেশি সতর্ক দৃষ্টি রাখার জন্য জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এ জলিল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস প্রমুখ।

এসময় সভায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগমসহ উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ইউপি চেয়ারম্যানগণ ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/মে ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test