E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজনগরে বিয়ে বাড়িতে ধামাইল গীত নিয়ে সংঘর্ষ, আহত ৫০

২০২৩ আগস্ট ০৫ ১৪:০০:৩৬
রাজনগরে বিয়ে বাড়িতে ধামাইল গীত নিয়ে সংঘর্ষ, আহত ৫০

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগরে বিয়ের আগের রাতে ‘ধামাইল’ দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। দুই ঘন্টা ব্যাপি চলা এ সংঘর্ষে উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে ঘটে ভয়ানক এই সংঘর্ষের ঘটনা। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়ে ছিল শুক্রবার। ঐতিহ্যগতভাবে পুরো সিলেট অঞ্চলে বিয়ে বাড়িতে বিয়ের আগের রাতে বর-কনে পক্ষের বাড়িতে নারী-পুরুষ মিলে দলবেঁধে ধামাইল গীত গেয়ে থাকেন। সে কারণে বেতাহুঞ্জা গ্রামের ওই বাড়িতে বিয়ের আগের রাতে ‘ধামাইল’ গীত গাওয়ার জন্য এলাকার ছেলেরা জড়ো হয়। এসময় ওই এলাকার চেরাগ মিয়া, এরাগ মিয়া এবং লালা মিয়ার সন্তানদের সঙ্গে ইসকার মিয়া ও মিসকার মিয়ার ছেলেদের কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির বিষয়টি ওই সময়ই স্থানীয়রা সমাধান করে দেন। শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় ওই ঘটনার জের ধরে উভয় পক্ষ আবারো সংঘর্ষে লিপ্ত হয়। জুমার নামাজের সময় উভয় পক্ষ দুই ঘন্টা ব্যাপি দেশিয় অস্ত্র নিয়ে একে অপরের দিকে ইটপাটকের নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন হৃদয় মিয়া (১৮), নাসেল মিয়া (৪৫), মিলু (১৮), আশ^ব মিয়া (৬০), মিছকার (৫৫), সুন্দর মিয়া (৬৫), সেলিম (৩৫) , আবু কালাম (২৪), আকবর (২২), আমিন মিয়া (১৮), বাক্কর মিয়া (৫২), আয়াতুন বেগম (৫৫), হোসেনা বেগম (৩৫), লায়লুছ মিয়া (১৮), মাহিম (২৮), ফরিছ মিয়া (৩৫), জুবেল মিয়া (১৮), শাকিল মিয়া (২১), শানাই মিয়া (৪৫) আয়াছ (২৮), আহাদ মিয়া (৬৫), আব্দুস সালাম (১৮), মিজানুর রহমান (৪০), পাবলু মিয়া (১৮), ইদাই মিয়া (৪৫), শামিম (৩২), এবাদুর রহমান (২৭), ইসকার মিয়া (৬৫), আজাদ মিয়া (৬৫), ইদুকার মিয়া (৬২), হাবিবুর রহমান (১৮) মতি মিয়া (৩৬), আব্দুল হাকিম (২০), সেকাদ আলী (৩০), পাপ্পু (২৩), আছকির আলী (৪৪) রমজান আলী (২১), মাহমুদুল আহমদ (১৮), নাজমুল (১৪), মুক্তার মিয়া (৭০), নাসাই মিয়া (৫০), মিলু আহমদ (১৮) প্রমুখ। গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আশ^ব মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়েছে।

এদিকে খবর পেয়ে রাজনগর থানার একদল পুলিশ ঘটাস্থলের দিকে রওয়ানা হয়। ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভ‚ষণ রায় বলেন, আগের দিন বৃহস্পতিবার ধামাইল গীত নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে পরদিন শুক্রবার উভয় পক্ষ জুমার নামাজে যাওয়ার সময় সংঘর্ষ জড়িয়ে পরে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষের ঘটনায় যেহেতু দু’পক্ষই আহত হয়েছে তাই পুলিশ দু’পক্ষের মামলা নিবে।

(একে/এএস/আগস্ট ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test