E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘তিস্তা মহাপরিকল্পনা খুব শীঘ্রই বাস্তবায়ন হচ্ছে’

২০২৩ আগস্ট ০৯ ১৬:৫৬:৫৩
‘তিস্তা মহাপরিকল্পনা খুব শীঘ্রই বাস্তবায়ন হচ্ছে’

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : ‘তিস্তা মহাপরিকল্পনা খুব শীঘ্রই বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ আগষ্ট রংপুর জেলা স্কুল মাঠে মহাসমাবেশে তিস্তার পরিকল্পনা নিয়ে সরাসরি ঘোষনা না দিলেও সার্কিট হাউজের মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার (৯ আগষ্ট) সকাল ৯টায় কুড়িগ্রামের রাজারহাটে আশ্রয়ন প্রকল্পের চত’র্থ পর্যায়ে (২য় ধাপ) ৩০৪ টি পাকা বাড়ি হস্তান্তরের সময় রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন- কুড়িগ্রাম জেলায় ৩৫৪টি চরাঞ্চল রয়েছে। পার্বত্য চট্টগ্রামের মতো এ চরাঞ্চলের প্রকল্প হাতে নিয়ে চরাঞ্চল কর্তৃপক্ষ তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী ডিসেম্বর মাসের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বাংলাদেশে ২২,১০১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে পাকা বাড়ি হস্তারের উদ্বোধন করেন।

এরপর রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিহীন ও গৃহহীন ৩০৪টি পরিবারের মাঝে বাড়ির চাবি, ২শতক জমির দলিল, নামজারির দাখিলাসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এসএম আরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান।

(পিএস/এসপি/আগস্ট ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test