E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পদ্মা সেতুর পাশে হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু’

২০২৩ আগস্ট ১২ ১৭:০২:৩৯
‘পদ্মা সেতুর পাশে হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু’

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরের কাঁঠালাবাড়িতে (পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায়) নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু। এখানে মিউজিয়ামসহ বিভিন্ন ধরণের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে। 

শনিবার (১২ আগস্ট) দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শণে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিৎ ছিল। বিলম্ব হলেও যে উদ্যোগটা নেয়া হয়েছে এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করার ফলে এখানে দেশী-বিদেশী পর্যটকরা আসবেন। বাংলাদেশের সব এলাকার ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবেন। আমেরিকা, ভারতসহ বিভিন্ন দেশে স্ট্যাচু আছে। আমাদের দেশে আকর্ষনীয়ভাবে এটা করা হবে। এখানে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত হবে।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু বাঙ্গালী জাতির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশেই যদি স্ট্যাচুটা হয় তাহলে দুটি বিষয় সামঞ্জস্য হবে। দেশী-বিদেশী পর্যটকরা দেখতে আসবেন। এর ফলে একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন। সেতু দেখতে পাবেন, স্ট্যাচু দেখতে পাবেন সাথে কনভেনশন সেন্টারও দেখতে পাবেন। এরফলে একটি আকর্ষনীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে।

এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

(এএসএ/এসপি/আগস্ট ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test