E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে জাতীয় পার্টির পদ বঞ্চিতদরে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া 

২০২৩ আগস্ট ৩০ ১৯:০১:৩৬
কুড়িগ্রামে জাতীয় পার্টির পদ বঞ্চিতদরে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া 

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটিতে স্থান না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীদের।

আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টি বর্ধিত সভা র্বজন করে রংপুর-কুড়িগ্রা-ভূরুঙ্গামারী সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। তাদের দাবী কুড়িগ্রাম-২ আসনরে সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মদকে আহবায়ক কমিটির গুরুত্বর্পুন পদে না রেখে পকেট কমিটি তৈরি করা হয়েছে। যা সামনে জাতীয় নির্বাচনে দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। জাতীয় পার্টির আহবায়ক কমিটির আহবায়ক সাবেক এমপি মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বর্ধিত অনুষ্ঠিতব্য বয়কট করে বিক্ষোভ সমাবেশ করে পদবঞ্চতিরা। এসময় তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় সদস্য সচিব মেজর আব্দুস সালাম বলনে, এমপি পনির উদ্দিন আহমেদ এই আহবায়ক কমিটির সদস্য। তাকে সভায় আমন্ত্রণ জানানো হলেও তিনি সেটি বর্জন করে এই অনাকাংখতি ঘটনা ঘটিয়েছন বলে জানান।

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test