E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাই পুলিশ প্রশাসনের সাথে উপজেলা পুজারি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

২০২৩ অক্টোবর ০২ ১৩:১৫:৫৭
ধামরাই পুলিশ প্রশাসনের সাথে উপজেলা পুজারি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকা থানা পুলিশের উদ্দ্যোগে রবিবার রাত আটটায়  ঢাকার ধামরাই উপজেলা সদরের কায়েত পাড়ায় ঐতিহ্যবাহী চার শত বছরের পুরোনো শ্রীশ্রী যশো মাধব দেব মন্দিরে আসন্ন শারদীয়া উৎসব পালনকে কেন্দ্র করে উপজেলা পুজা উদযাপন পরিষদ,স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পূজারী নের্তৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে আইন-শৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

এই মতবিনিময় সভায় পুজারী বৃন্দ বলেন পৌর এলাকায় এবার ৪৪ টি সহ ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে ২১৯ টি স্থায়ী অস্থায়ী দূর্গা পূজা মন্ডপে দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে।অন্যান্য বারের চেয়ে এবার ধামরাই উপজেলায় পুজার আয়োজন অনেক বেশী হচ্ছে।

ধামরাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অজিত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুণ অর রশিদ। আরো উপস্থিত ছিলেন ওসি অপারেশন নির্মল চন্দ্র দাশ। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ধামরাই ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কায়েত পাড়া শারতীয় উৎসব ও মন্দির কমিটির সভাপতি নন্দ গোপাল সেন, সাধারণ সম্পাদক প্রাণ গোপাল পাল, ইসলামপুর মন্দির কমিটির কর্মকর্তা চন্দন সরকার, যতীশ সরকার, দক্ষিণ পাড়া মন্দিরের সভাপতি জগদীশ সরকার, গোপনগর মন্দিরের দুলাল সরকার ও ধামরাই পৌর সবার ১ নং ওর্য়াডের কাউন্সিলর মোঃ আরিফুল ইসলাম ও ২ নং ওর্য়াডের কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন সহ আরো পুজারী নের্তবৃৃন্দরা উপািস্থত ছিলেন।

আসন্ন দূর্গা পূজায় আইন শৃংখলা পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান ধামরাই পুজা উদ্যাপন পরিষদ নের্তৃবৃন্দ।

আগামী ২০ অক্টোবর মহা পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়েরর অন্যতম প্রধান ধর্মীয় শারদীয়া উৎসব। ধর্মীয় রীতি মতে এবার “দেবী দূর্গা ঘোটকে আগমন করবেন- ঘোটকেই চলে যাবেন দেবী“।

ঢাকার পাশে ও সন্নিকটে এবার ধামরাই উপজেলার একটি পৌর সভা ও ষোল টি ইউপির বিভিন্ন স্থানে ২১৯ টি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে শারদীয়া উৎসবের আয়োজনে শিল্পী-পূজারীরা প্রতিমা গড়ার কাজে এখন মহা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মধ্যে ৪৪ টি পুজা অনুষ্ঠিত হবে পৌর সভার ৯ টি ওর্য়াডে।

তিনি বলেন পুজায় পুজারীদেরও দায়িত্ব পালন করতে হবে। আগত ভক্তবৃন্দদের ও সকলের নিরাপত্তার সার্থে পুলিশ আনসারদের সাথে সহযোগিতা করতে হবে।কোনো মতেই আযানের ও নামাজের সময় ডাক ঢোল ও কাসর ঘন্টা বাজানো ও হৈহুল্লুর করা যাবেনা বলেন।

ধামরাই থানার ওসি অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ হারুণ অর রশিদ বলেন পুজায় প্রযোজনীয় সংখ্যক পুলিশ আনসার মোতায়েনের কথা বলেন প্রতিটি মন্দিরে। তিনি আশা প্রকাশ করে বলেন পযাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শান্তি পুর্ন ভাবে শারদীয় দূর্গ্যােৎসব অনুষ্ঠিত হবে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রনে জিরো টলারেন্স থাকবে বলেন। । তিনি সকলের আন্তরিক সহযোগিতার আহ্বান জানান। যে কোনো পরিস্থিতিতে পুলিশ প্রশাসন আপনাদের পাশে থাকবে বলেন।

(ডিসিপি/এএস/অক্টোবর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test