E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে পবনাপুরে ইউনিয়ন পরিষদের গাছ কর্তন

২০২৩ অক্টোবর ০২ ১৯:০৮:৩১
পলাশবাড়ীতে পবনাপুরে ইউনিয়ন পরিষদের গাছ কর্তন

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৭ নং পবনাপুর ইউনিয়ন পরিষদের জায়গায় পরিষদের ভবনের পিছনে থাকা দুইটি ইউক্লিপ্টার্স গাছ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনুর বেগম পরিষদে উপস্থিত থাকা অবস্থাতেই ২ অক্টোবর (সোমবার) কর্তন করেছে স্থানীয় টেক্কা মিয়া। তিনি পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামের নজিরের ছেলে।

সরেজমিনে দেখা যায়, বালাবামুনিয়া মৌজায় অবস্থিত ইউনিয়ন পরিষদের জায়গায় থাকা দুটি ইউক্লিপ্টার্স গাছ জনৈক রেজাউলের নিকট বিক্রি করে স্থানীয় বাসিন্দা টেক্কা মিয়া। এরপর টেক্কা মিয়ার উপস্থিতে ও তার সহযোগীতায় গাছ দুটি গাছ কেটে সব কিছু নিয়ে যায় রেজাউল । তবে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পবনাপুর ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনুর বেগম উক্ত স্থানে উপস্থিত হয়ে গাছ কর্তন বন্ধ করে দেয়। এর আগেই গাছ কর্তনকারী টেক্কা মিয়া কর্তনকৃত গাছের সব গুলো নিয়ে যায় শুধুমাত্র একটি গাছের একটি গুল ফেলে যায়।

গাছ কর্তনের বিষয়ে টেক্কা মিয়া জানান,আমাদের সম্পতি আমরা পরিষদকে দিয়েছি। পরিষদের ভবন হওয়ার পর জায়গায়টি পরিত্যাক্ত থাকায় আমরা চাষাবাদ করে খাই৷ গাছ গুলো আমি রোপন করেছি আজ আমি কেটে নিয়েছি।

এ বিষয়ে পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর বেগম জানান, উপজেলা নির্বাহী অফিসার স্যার যে ভাবে বলবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে৷

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদের জায়গায় সীমানা প্রাচীরের অভাবে পরিত্যাক্ত ও অরক্ষিত অবস্থায় থাকায় মাঝে মাঝে একটি দুটি করে গাছ কর্তন করা হয়।

(আরআই/এএস/অক্টোবর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test