E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়ন

চেয়ারম্যান মোসলেমকে উন্নয়নের রোল মডেল আখ্যায়িত করেছেন ইউনিয়নবাসী

২০২৩ অক্টোবর ০৭ ১৭:১০:০৫
চেয়ারম্যান মোসলেমকে উন্নয়নের রোল মডেল আখ্যায়িত করেছেন ইউনিয়নবাসী

কাজী দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার : ঢাকার ধামরাই উপজেলা ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: মোসলেম উদ্দিন (মাসুম) কে তার নিজ ইউনিয়নের বাসিন্দারা চেয়ারম্যান মো: মোসলেম উদ্দিন (মাসুম) কে উন্নয়নের মডেল হিসেবে আখ্যায়িত করেছেন। 

ভাড়ারিয়া ইউনিয়নের বাসিন্দারা বলেন আমরা ধামরাই উপজেলার ভিতর এক অবহেলিত ইউনিয়নবাসী ছিলাম। যখন থেকে মো: মোসলেম উদ্দিন (মাসুম) সাহেব চেয়ারম্যান হয়েছেন তার পর থেকে উন্নয়ন শুরু হয়েছে একের পর এক কাজ করে যাচ্ছেন আমাদের চেয়ারম্যান মো: মোসলেম উদ্দিন (মাসুম) সাহেব।

একাধিক কালভার্ট রাস্তা নির্মাণ

১. উত্তর দিঘলগ্রাম নুরুল হকের বাড়ির দক্ষিণ পার্শ্বে রাস্তায় কালভার্ট নির্মাণ।

২. দক্ষিণ দীঘল গ্রাম তাইজুদ্দিনের বাড়ির নিকট হতে রবির বাড়ির রাস্তা ইট সলিং ও মাটি দ্বারা উন্নয়ন।

৩. মধ্য কাটাবই হাজার বারির নিকট হতে বাছেদ মার্কেটের রাস্তায় ইট সলিং ও মাটি দ্বারা উন্নয়ন।

৪. কাকরান হালুয়াবাড়ি রওশন মাঝির বাড়ির পশ্চিম পাশ হতে জলিলের দোকানের রাস্তায় ড্রেন নির্মাণ।

৫. দিয়াবাড়ি কদম কদল আলীর বাড়ির নিকট হতে সুরুজের বাড়ির রাস্তা ইট সলিং ও মাটি দ্বারা উন্নয়ন।

৬. দক্ষতা বৃদ্ধির লক্ষ্য ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ।

৭. তেতুলিয়া রশিদের বাড়ির নিকট হতে সোনা মিয়ার বাড়ির রাস্তা সি সি ঢালাই দাঁড়া উন্নয়ন। এরকম একাধিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

চেয়ারম্যান মো: মোসলেম উদ্দিন (মাসুম) বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার আদর্শে আমার জীবন গড়েছি। অতএব আমার নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের সর্বস্তরের জনগণের জন্য প্রাণ উজাড় করে কাজ করে যাচ্ছেন আমরা সেটাই ফলো করছি আমার লক্ষ্য আমি যতদিন বেঁচে থাকবো নিরীহ ও নিপীড়িত মানুষের জন্য কাজ করে যাব। এটাই আমার জীবনের লক্ষ্য আমি সকলের কাছে দোয়া চাই আমি যেন জীবনের শেষ নিশ্বাস অবধি জনগণের সেবা করে যেতে পারি।

(কেডি/এসপি/অক্টোবর ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test