E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাই পুলিশ প্রশাসনের সাথে উপজেলা পুজারি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

২০২৩ অক্টোবর ১২ ১৯:৩৩:৪৫
ধামরাই পুলিশ প্রশাসনের সাথে উপজেলা পুজারি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই থানা পুলিশের উদ্দ্যোগে বৃহস্পতিবার বিকেল  চারটায় ধামরাই থানা মিলনায়তনে আসন্ন শারদীয়া উৎসব পালনকে কেন্দ্র করে উপজেলা পুজা উদযাপন পরিষদ, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপজেলার ২২০ টি মন্দিরের সভাপতি, সেক্রেটারিদের নিয়ে আইন-শৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার চার শতাধিক পূজারী নের্তৃবৃন্দ অংশগ্রহন করেন।

এই মতবিনিময় সভায় পুজারী বৃন্দ বলেন পৌর এলাকায় ৪৪টি সহ ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে ২২০ টি স্থায়ী অস্থায়ী দূর্গা পূজা মন্ডপে দূর্গা পূজার আয়োজন হচ্ছে।

আসন্ন দূর্গা পূজায় আইন শৃংখলা পরিবেশ সুন্দর রাখতে প্রতি বছরের এবারো মত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান ধামরাই পুজা উদ্যাপন পরিষদ নের্তৃবৃন্দ।

ধামরাই থানর ওসি মোহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনমিয় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের ঢাকা জেলা শাখার সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন। আরো বক্তব্য রাখেন ধামর্ইা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত চক্রবর্তী,দুলাল চন্দ্র সরকার.নারায়ন সরকার, ধামরাই থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র দাশ বক্তব্য রাখেন ও পুরো অনুষ্ঠানটি সঞ্চচালনা করেছেন।

ধামরাই থানর ওসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন পুজায় প্রযোজনীয় সংখ্যক পুলিশ আনসার মোতায়েনের কথা জানান প্রতিটি মন্দিরে। তিনি বলেন পযাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শান্তি পুর্ন ভাবে শারদীয় দূর্গ্যােৎসব অনুস্থিত হবে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স থাকবে বলেন।পুলিশ প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে।

(ডিসিপি/এএস/অক্টোবর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test