E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় কারিতাসের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত

২০২৩ অক্টোবর ১৭ ১৮:৫০:৫৬
আশুলিয়ায় কারিতাসের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় র‍্যালী, নাটিকা প্রদর্শনী, মানববন্ধন, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণার মধ্য দিয়ে কারিতাসের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শিল্পাঞ্চল আশুলিয়ায় কারিতাস উদ্যম প্রকল্প গণকবাড়ি শাখার উদ্যোগে এসকল কর্মসূচি পালন করা হয়।

কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে আশুলিয়ার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি ক্লাস্টার ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে আশুলিয়ায় এক মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে সংগঠনটি।

এছাড়াও দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতার জন্য প্রচার অভিযান করা হয় এবং স্থানীয় হোটেল ও জনগনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও কমিউনিটির জনগন অংশগ্রহণ করেন।

কর্মসূচীর অংশ হিসেবে আশুলিয়ার হাজী নুরুল হক মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ভেজাল সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্ধ বৃদ্ধি ও খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর দাবিতে মানবন্ধন করা হয়। এতে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি কমিউনিটির জনগন অংশ নেন।

মানববন্ধনে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারী সামাজিক সুরক্ষা কর্মসূচীতে বরাদ্ধ বৃদ্ধির জন্য আহবান জানানো হয় এবং নিত্যপন্যের দাম সহনীয় রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

এছাড়া ভেজাল খাদ্য প্রতিরোধ করার জন্য স্কুল-কলেজ, পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান বক্তারা। শেষে দিবসটি উপলক্ষে স্টুডেন্ট ফোরামের উদ্যোগে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়।

(টিজি/এসপি/অক্টোবর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test