E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেলো ছাত্রলীগ নেতার

২০২৩ নভেম্বর ০২ ১৩:২১:৫৯
গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেলো ছাত্রলীগ নেতার

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সাথে চলন্ত প্রাইভেট কারের ধাক্কায় প্রাইভেট কারে থাকা আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। মর্মান্তিক ওই ঘটনায় কারে থাকা আরও চার আরোহী গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রলীগ নেতার নাম তারেক চৌধুরী। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রচন্ড কুয়াঁশার মধ্যে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলমুখী নীল রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-২৬৭০) নিজেই চালিয়ে ছাত্রলীগ নেতা তারেক চৌধুরী শ্রীমঙ্গলে ফিরছিলেন। শ্রীমঙ্গল শহরে পৌঁছার আগমুহুর্তে নওয়াগাঁও নামক স্থানে পৌঁছামাত্র সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালকের আসনে থাকা তারেক চৌধুরীসহ পাঁচ আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তারেক চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন, পৌর ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ, আলামীন। তাদের মধ্যে দুইজনের অবস্থা শঙ্কটাপন্ন। শঙ্কটাপন্ন দুইজনকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতে সমবেদনা ও প্রয়োজনীয় সহায়তায় দিতে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উপস্থিত হন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান। এসময় তিনি নিহত ছাত্রলীগ নেতা তারেক চৌধুরীর মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরেও সহায়তা করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস রায় জানান, প্রাইভেট কারটি চলন্ত অবস্থায় সজোরে গাছের সাথে ধাক্কা দিলে এই দুর্ঘটনার শিকার হয়। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করেন বলে জানান তিনি।

(একে/এএস/নভেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test