E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে কদমতলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

২০২৩ নভেম্বর ০৭ ১৮:৩৪:৪৮
পলাশবাড়ীতে কদমতলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কদমতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, নতুন কারিকুলাম বাস্তবায়নে এবং বিদ্যালয়ের ক্লাসে ছাত্র ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধির বিষয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

আজ মঙ্গলবার বিদ্যালয় মাঠে কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম সরোয়ার কায়নাথ কাজী লাভলুর সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম নকিবুল হাসান। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন।

আরো বক্তব্য রাখেন সাবদিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল মিত্র, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু, রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম, বিদ্যালয়টির সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। এসময় শিক্ষক, শিক্ষার্থীরাসহ স্থানীয় সর্বসাধারণ মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কদমতলী নিম্ন মাধ্যমকি বিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তিত হওয়ায় অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম নকিবুল হাসান, প্রধান শিক্ষক কে এম সরোয়ার কায়নাথ কাজী লাভলুসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে বিদ্যালয়টিতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরো বেশী দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

(আরআই/এসপি/নভেম্বর ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test