E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামীলীগের দলীয় বিদ্রোহী গ্রুপসহ ১৪ জন

২০২৩ নভেম্বর ২৬ ১৩:০২:৫৭
ধামরাইয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামীলীগের দলীয় বিদ্রোহী গ্রুপসহ ১৪ জন

ধামরাই প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২০ ধামরাই আসনে এবার আওয়ামীলীগের দলীয় এমপি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান স্বরাষ্ট্র সন্ত্রনালয় সর্ম্পকীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিুযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও তার ছোটো ভাই ঢাকা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সস্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আয়ূব, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শিল্পপতি সুধীর চৌধুরী,যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপÍ চেয়ারম্যান এডঃ সোহানা জেসমিন মুক্তা ও মুক্তার চাচা মোখলেছ উজ জামান হিরো, স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সস্পাদক আশীষ কুমার মজুমদার, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ধামরাই পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আলীম খান সেলিম,সহ সভাপতি বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। সহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।

আওয়রমীলীগের দলীয় বিদ্রোহী গ্রুপের নের্তৃবৃন্দসহ ১৪ জন। এর মধ্যে আওয়ামীলীগের দীর্ঘদিনের বিদ্রাহী গ্রুপ ও ধামরাইয়ের সাবেক এমপি ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক,ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন, মুক্তিযোদ্ধা সিআইপি আহমদ আল জামান ও তার বোন ড,নিরো কামরুন্নাহার,মনোয়ার হোসেন, ফরম সংগ্রহ কারী সকলেই আওয়ালীলীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন। অনেকের সাথে কথা বলে জানা গেছে নৌকার মনোনয়ন যিনি পাবেন সেই প্রতীকের পক্ষেই তারা কাজ করবেন।

এছাড়া ধামরাইয়ের সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনেছেন। তিনি ধামরাই পৌর বিএনপির সভাপতি, মনোনয়নপত্র ক্রয়ের জন্যে দলীয় নিয়ম ভঙ্গের অভিযোগে মঞ্জুকে বহিস্কার করা হয়েছে।শুক্রবার বিএনপির কেন্ত্রীয় সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরো মনোনয়ন পত্র ক্রয় করেছেনে জাতীয় পার্টির সাবেক এমপি উস্রাফিল খান খোকন, স্বত্রন্ত্র প্রার্থী মাসুম কবীর।

তবে ধামরাইয়ের সর্বত্র বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের বিষয়ে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনিই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন বলে।নাম প্রকাশ না করে এক জন ইউপি চেয়ারম্যান বলেন বেনজীর আহমদের বিকল্প নেই । তিনিই এমপি হবে বলেন।

এদিকে মনোনয়ন প্রত্যাশীরা উপজেলা সব ইউপি ও এলাকা ভোট প্রার্খনা করে চষে বেড়াচ্ছেন।এদিকে ধামরাইয়ের বিবাদমান দুই এমপির সভা সমাবেশ থেমে নেই। উভয়ের বক্তব্য নৌকা প্রতীক যে পাবেন তার জন্য কাজ করবেন ধামরাইয়ের ভোটাররা এখন বিভ্রান্তির মধ্যে পড়েছে। কে পাবেন নৌকা প্রতীক।

(ডিসিপি/এএস/নভেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test