E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

২০২৩ নভেম্বর ২৭ ১৯:২৪:৫৪
কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকাদের উদ‌্যোগে'র ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার  (২৭ নভেম্বর) দিনব‌্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়েছে। ধর্মীয় পতাকা উত্তোলন, উপাস্পাদা, পিন্ডদান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ পূজা, নানাবিধ দানের উৎসর্গ করা হয়।

উ.তিষা মহাথেরো ও ক্যউপ্রু চৌধুরী সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, চিৎমরম উদযাপন কমিটির আহবায়ক থোয়াইহাচিং মারমা।মহাসংঘ নায়ক রাজ নিকায় ভদন্ত পামোক্ষা মহাথেরো এর সভাপতিত্বে'র প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন,খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি দীপংকর তালুকদার (এমপি)।অনুষ্ঠিত এতে দুর-দুরান্ত থেকে কয়েক হাজার পুণ‌্যার্থীর সমাগম ঘটে।

উৎসবমূখর পরিবেশে উদযাপিত বৌদ্ধদের দানোত্তম কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তীর্থ স্থান। উক্ত বিহারে দায়ক-দায়িকা বৃন্দের উদ্যোগে প্রতিবছর ধর্মীয় মর্যাদায় দান শ্রেষ্ঠ কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয় ও কঠিন চীবর কল্পতরুকে প্রদক্ষিণ করা হয় পুরো গ্রামে। এসময় সাধু সাধু সাধু ধবনিতে মূখর হয়ে ওঠে উৎসব।পরে ভগবান বৌদ্ধের প্রতিকৃতিতে পুষ্পমাল‌্য প্রদানসহ ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন পুণ‌্যার্থীরা। উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জলনের মাধ‌্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন, মহাসংঘ নায়ক রাজ নিকায় ভদন্ত পামোক্ষা মহাথেরো। আলোচক ছিলেন ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত উ. সনা মহাথেরো সম্মানিত পুণ‌্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এছাড়াও বিশেষ পুণ‌্যার্থী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আঃলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আঃলীগের সহ-সভাপতি থোয়াইচিংমং মারমাও ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরীসহ তিন পার্বত্য জেলা হাজার হাজার গন্যমান্য দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/নভেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test