E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলে আ'লীগ-স্বতন্ত্র সংঘর্ষে উত্তপ্ত নির্বাচনী মাঠ

২০২৩ ডিসেম্বর ২২ ১৯:৪৬:৫৫
টাঙ্গাইলে আ'লীগ-স্বতন্ত্র সংঘর্ষে উত্তপ্ত নির্বাচনী মাঠ

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতেই স্বতন্ত্র প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। এসব স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একজন ব্যতিত সবাই আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতা। দলীয় মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

প্রতীক পাওয়ার পর প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। এরই মধ্যে অন্তত পাঁচটি আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুর সহ হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জেলার প্রায় ১২টি উপজেলায়ই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে একটি আসনে নৌকা-ট্রাকগাড়ির কর্মীদের পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের ঘটনায় উভয় পক্ষের ৬জনকে গ্রেপ্তার করার পর তারা জামিনে মুক্ত হয়ে ফের প্রচারণায় নেমেছেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি। এ আসন থেকে তিনি এর আগে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ছাড়াও আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে তার দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হননি। এ আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ট্রাকগাড়ি প্রতীকের খন্দকার আনোয়ারুল হক।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন তানভীর হাসান ছোট মনির। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনুস ইসলাম তালুকদার। তিনি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত সেপ্টেম্বরে গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

প্রতীক পাওয়ার পরদিন মঙ্গলবার(১৯ ডিসেম্বর) ভূঞাপুরে ইউনুস ইসলাম তালুকদারের নির্বাচনী সভায় এবং গাড়ির বহরে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য ইউনুস ইসলাম আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের অনুসারীদের দায়ী করেন। এদিকে গোপালপুর উপজেলার ঝাওয়াইলে তানভীর হাসান ছোট মনিরের নির্বাচনী কার্যালয়ে একইদিন(মঙ্গলবার) ভাঙচুর ও নির্বাচনী খরচের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তানভীর হাসান ছোট মনির এ ঘটনার জন্য ইউনুস ইসলাম তালুকদারের সমর্থকদের দায়ী করেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান। এ আসনে বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে আমানুর রহমান খান রানা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমানুর রহমান খান রানা এ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ডা. কামরুল হাসান খান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমানুর রহমান খান রানা তার অনুসারীদের নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন। বুধবার(২১ ডিসেম্বর) আমানুর রহমান খান রানা সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, গত সোমবার(১৮ ডিসেম্বর) বিকালে সংগ্রামপুর ইউনিয়নের দেওজানা বাজার ও ফকির চালা বাজারে তার কার্যালয়ে নৌকার সমর্থকরা ভাঙচুর করেছে।

তাদের হামলায় কয়েকজন আহত হয়েছেন। ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম জানান, তাদের কোনো নেতাকর্মী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানার নির্বাচনী কার্যালয়ে হামলা করেনি।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারি মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দলীয় প্রার্থীর পক্ষে না থেকে ট্রাকগাড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর নির্বাচন করছেন।

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদারের বাড়িতে হামলা করে গাড়ির গ্লাস ও বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে। বুধবার(২০ ডিসেম্বর) বিকালে ওই হামলার জন্য হযরত আলী তালুকদার নৌকার প্রার্থীর কর্মীদের দায়ী করেন।

এ ঘটনায় তিনি কালিহাতী থানায় মামলাও দায়ের করেন। ওই ঘটনার পরই ট্রাকগাড়ির কর্মীরা গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় নৌকা প্রতীকের কর্মীদের উপর হামলা করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ৬ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) তারা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আবার প্রচারণায় নেমেছেন। কিন্তু উত্তেজনা থামেনি।

টাঙ্গাইল-৫(সদর) আসনের বর্তমান সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন দলীয় মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য মামুন অর রশীদ।

মনোনয়ন না পেয়ে মুরাদ সিদ্দিকীও মাথাল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। এমপি মো. ছানোয়ার হোসেন অভিযোগ করেছেন, বাঘিল ও চাকতায় তার নির্বাচনী কার্যালয়ে নৌকা মার্কার সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মীদের মারপিট করেছে। পাল্টা অভিযোগ করে নৌকার প্রার্থী মামুন অর রশিদ জানান, বাঘিলে তার কর্মীদের এমপি ছানোয়ারের অনুসারীরা মারপিক করেছে।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস্ খান হিমু। এ আসনের নাগরপুর ও দেলদুয়ার এ দুই উপজেলায় তৃণমূলের সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী তারেক শামস্ খান হিমুকে নির্বাচন মুখী করছেন বলে জানিয়েছেন তিনি ।

এ আসনে ট্রাকগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তিনি অভিযোগ করেন বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ভাড়রা ইউনিয়নের উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে নৌকার কর্মীরা তার উপর হামলা করে। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ট্রাকগাড়ি নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পর্যায়ের সব নেতারা এনায়েত হোসেন মন্টুর পক্ষে অবস্থান নিয়েছেন।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। এ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে কাদের সিদ্দিকীর দূরত্ব অনেক কমে এসেছে। বাসাইল-সখীপুরে তার শক্ত অবস্থান রয়েছে।

বিভিন্ন আসনের ভোটারদের সঙ্গে কথা বলে জানাগেছে, প্রায় প্রতিটি আসনে নৌকার প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষে তারা ভীত-সন্ত্রস্ত। ভোটের আগেই পাঁচটি আসনের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা তাদেরকে ভতি করে তুলেছে। এ রকম অবস্থা চলতে থাকলে তারা ভোট কেন্দ্রে যাবেন কি না- তা ভেবে দেখতে হবে।

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি জানান, বিভিন্ন আসনে তাদের দলের মনোনীত প্রার্থী ছাড়াও অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ বিরোধের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়ে কি না- এটাও দেখতে হবে। কেউ অতিরিক্ত কিছু করলে কেন্দ্রের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এসএএম/এএস/ডিসেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test