E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়াকফ সম্পত্তির ৭৫ বিঘা জমি বিক্রির অভিযোগ মোতওয়াল্লী ও ওয়ারিশদের বিরুদ্ধে

২০২৪ জানুয়ারি ০২ ১৭:১৪:১৭
ওয়াকফ সম্পত্তির ৭৫ বিঘা জমি বিক্রির অভিযোগ মোতওয়াল্লী ও ওয়ারিশদের বিরুদ্ধে

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ওয়াকফ সম্পত্তি বিক্রির অভিযোগ উঠেছে মোতওয়াল্লী ও তাঁর ওয়ারিশদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। 

উপজেলার হোসেনপুর ইউনিয়নের দৌলতপুর গ্ৰামের মৃত ধন মোহাম্মদ মন্ডল দৌলতপুর, চাকলা, জগন্নাথপুর ও মধ্য রামচন্দ্রপুর মৌজায় বাংলা ১৩১৬ সনে ইসলামী পর্ব পালনের জন্য ২৫৪ দশমিক ৯২ একর জমি ওয়াকফ এস্টেটে দলিল মূলে লিখে দেন। এস্টেটের রিকর্ডীয় শেষ মোতওয়াল্লী ছিলেন আব্দুর রউফ মিয়া। মোতওয়াল্লী থাকাকালে তিনি নিজ ও ওয়ারিশদের নামে ওয়াকফ এস্টেটের জমি (বি.আর.এস) রেকর্ড করে ভাগবাটোয়ারা করে নেন। পরে বেশ কিছু জমি বিক্রি করেন আব্দুর রউফ মিয়া। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর মারা যান তিনি। তাঁর মৃত্যুর পর ছেলে জবরুল হাসান ও জিহাদুল ইসলাম এবং অন্যান্য ওয়ারিশরা বিভিন্ন জনের কাছে জমি বিক্রি করেন। জিহাদুল ইসলাম তাঁর মেয়ে জাকিয়াতুল তহুরা বেগমকে ৪৪৩.৭৫ শতক জমি লিখে দেন। এভাবে পর্যায়ক্রমে প্রায় ৭৫ বিঘা জমি বিক্রি ও ২৫ বিঘা জমি বন্ধক রাখেন তারা। এরপর নতুন করে মোতওয়াল্লী নিযুক্ত করা হয়নি বা কেউ আবেদনও করেননি। ঘটনা জানতে পেরে চলতি বছরের ১৫ অক্টোবর ওয়াকফ এস্টেট প্রশাসনের কাছে একই গ্ৰামের মো. কাজী নজরুল ইসলাম সেলিম লিখিত অভিযোগ করেন।

জানতে চাইলে মোতওয়াল্লী মৃত আব্দুর রউফের বড় জবরুল হাসান বলেন, ওই জমি ওয়ারিশ সুত্রে তারা ভোগদখলসহ বিক্রি করতে পারবেন বলে অনুমতি দেওয়া আছে। এ ব্যাপারে অনিয়ম হয়ে থাকলে ওয়াকফ এস্টেটের কাছে জবাবদিহি করবেন।

(আরআই/এসপি/জানুয়ারি ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test