E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বরগুনায় মেয়র মতির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের ভয়ে গা-ঢাকা

২০২৪ জানুয়ারি ০৫ ১৮:৩১:৪৫
বরগুনায় মেয়র মতির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের ভয়ে গা-ঢাকা

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে কটুক্তি মূলক বক্তব্য দেওয়া ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো ও নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মতিয়ার রহমানকে আসামী করে মামলা দায়ের করা  হয়েছে। মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু। জানা গেছে, মামলা রুজু হওয়ার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত ওই মেয়র।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে শুক্রবার (০৫ জানুয়ারী) আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে আমতলী থানার ০৪ নম্বর মামলায় মেয়র মতিয়ার রহমান মতিকে একমাত্র আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) নির্বাচন কমিশনের উপ সচিব (আইন) আব্দুছ সালামের স্বাক্ষরিত এক চিঠিতে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানকে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য দেওয়া ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো ও নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ বিষয় উল্লেখ করে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজাকে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় মামলা করতে নির্দেশ দেন। চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদী।

নির্বাচন কমিশনের ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ ডিসেম্বর মেয়র মতিউর রহমান তার আমতলীতে বাসার সামনে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে বিভিন্ন কটুক্তিমূলক বক্তব্য প্রদান করাসহ সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদান করেন। যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩(২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৬(খ), (গ), ও ১১ এর বিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করে নির্বাচন অনুসন্ধান কমিটি‌।

নির্বাচন অনুসন্ধান কমিটির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের উপ সচিব (আইন) আব্দুছ সালাম আমতলীর পৌর মেয়র মতিয়ার রহমান মতির বিরুদ্ধে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজাকে মামলা দায়ের করতে নির্দেশ প্রদান করে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, বরগুনার পুলিশ সুপার, বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তাসহ ১১ জনের কাছে চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে। এছাড়াও চিঠিতে আমতলী থানায় মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এজাহারের অনুলিপিসহ নির্বাচন কমিশনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে অবহিত করার জন্য বরগুনার পুলিশ সুপার আবদুস সালামকে অনুরোধ করা হয়েছে।

অভিযোগ ও মামলার বিষয়ে জানতে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ‌ বিষয়ে বরগুনার নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল হাই আল হাদী বলেন, গতকাল বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) সন্ধ্যায় আমি নির্বাচিত কমিশনের চিঠি পেয়েছি। চিঠির নির্দেশনা অনুযায়ী আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে আলোচনা শেষে আমতলী থানায় মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে মামলাও দায়ের করেছে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা। এখন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানকে আসামী করে মামলা দায়ের করেছেন। আসামী পালাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি।

(এসএস/এসপি/জানুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test