E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুর-৩ আসনে জাপা প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

২০২৪ জানুয়ারি ০৭ ১৫:২৪:৫৯
জামালপুর-৩ আসনে জাপা প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির প্রার্থী মীর সামছুল আলম লিপ্টন।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সামনে ওই প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

জাতীয় পার্টির প্রার্থী লিপ্টন বলেন, 'প্রধানমন্ত্রী নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটের আশ্বাস দিলেও মাঠে ভোটের সেই পরিবেশ ছিলনা। সকাল সাড়ে ৮ টার দিকে প্রতিটি কেন্দ্রের নৌকার সমর্থকরা তাদের ভোটকেন্দ্র থেকে এজেন্টের বের করে দিয়ে সিল মারার মহোৎসব চালায়। তাই আমি এই ভোট বর্জন করলাম।'

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান জানান, 'জাতীয় পার্টির প্রার্থী মীর সামছুল আলম লিপ্টনের মৌখিক অভিযোগ পেয়েছি। তৎক্ষণাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আমি ওই প্রার্থীর দাবি করা কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা দেখিনি।'

ভোট বর্জনের বিষয়ে তিনি আরও জানান, 'জাতীয় পার্টির প্রার্থী মীর সামছুল আলম লিপ্টনের ভোটবর্জন করার ঘটনায় আমাদের করার কিছুই নেই।'

এ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী মীর সামছুল আলম লিপ্টন ভোটবর্জনের ঘোষণা দিয়েছেন। এ আসনে অপর প্রার্থী হলেন জাতীয় পার্টির (জেপি) এড. নজরুল ইসলাম।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৮১৯ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৭ জন, পুরুষ ভোটার ২লাখ ৫৩ হাজার ৭১৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫জন।

(আরআর/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test