E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পূণার্ঙ্গ কমিটি গঠনের আগেই কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ২২:১৫:৪৫
পূণার্ঙ্গ কমিটি গঠনের আগেই কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের পূনার্ঙ্গ কমিটি গঠনের আগেই দুই সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এর আগে গত বছরের ২৯ জুলাই কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি স্বপন তালুকদারকে সভাপতি ও সাবেক জিএস শামিম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। দীর্ঘ ৭ মাস অতিবাহিত হলেও এই কমিটি কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

এদিকে দুই সদস্য বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের এই কমিটি বিলুপ্তি ঘোষণার সাথে সাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে ছাত্রলীগের একাংশ।

এ সময় কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি মাইনুল হোসেন রিমু, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সুমন, ছাত্রলীগ নেতা ইয়াদুল নিজামী, সিয়াম শফিক, রাকিবুল ইসলাম জনিসহ উপজেলা, পৌর, কলেজ ছাত্রলীগের একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি মাইনুল হোসেন রিমু বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়ার সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া বলেন, কেন্দ্রীয় কমিটি আমাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বলে আমি শুনেছি। তবে কেন করেছে তাহা আমার জানান নেই। আমাদের কোন ভুল থাকলে সে বিষয়ে জেলা বা কেন্দ্রীয় কমিটি কারণ দর্শানো কোন নোটিশ দেয়নি। কেন্দ্রীয় কমিটি যদি সত্যিই আমাদের কমিটি বিলুপ্ত করে থাকে তাহলে আমি বুঝে নিবো আমরা দুজন অপরাজনীতির শিকার।

নাম প্রকাশ না করা শর্তে উপজেলা ছাত্রলীগের এক সাবেক নেতা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার একটি সাংগঠনিক উপজেলা কমিটি শূন্য থাকতে পারে না। এই কমিটি বিলুপ্ত ঘোষণার সাথে সাথে একটি আহবায়ক কমিটি ঘোষণা করা উচিত ছিল। কেন্দ্রীয় ছাত্রলীগ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আমার কাছে সাংগঠনিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না।

এ বিষয়ে জানার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের আগামী দিনের রাজনীতি হবে বাংলাদেশ ছাত্রলীগের জন্য একটি সাংগঠনিক মডেল উপজেলা। দ্রæত সময়ের মধ্যে এ উপজেলায় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

(এমএস/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test