E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উজিরপুরে শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কর্তন

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ১৫:৩৮:০৮
উজিরপুরে শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কর্তন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুরে রহমত মেল্লা (৬০) নামের এক হাতুড়ে চিকিৎসক কর্তৃক সাত বছরের শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। 

শিশুর পরিবার ও স্থানীয় ও সূত্রে জানা গেছে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মো. সোহাগ আকনের সাত বছরের ছেলে মো. ইব্রাহিম আকনের সুন্নতে খতনা করেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হাতুড়ে চিকিৎসক (ওস্তা) রহমত মোল্লা। শনিবার দুপুরে তিনি ওই শিশুর খতনা করতে গিয়ে লিঙ্গর অধিকাংশ কেটে ফেলেন।

লিঙ্গ কর্তনের ফলে অতিরিক্ত রক্তক্ষরনে শিশুটি অসুস্থ হয়ে পরলে শিশুটিকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শিশুর বাবা মো. সোহাগ আকন সাংবাদিকদের বলেন, ওই ওস্তা আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। আমি ঘটনার বিচার চাই। তিনি ওই হাতুড়ে চিকিসৎকের বিরুদ্ধে মামলা করবেন জানিয়ে বলেন বর্তমানে ছেলেকে নিয়ে তিনি চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে হাসপাতালে রয়েছেন। ছেলে একটু সুস্থ করে আমি উজিরপুর থানায় মামলা দায়ের করব।

এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লা ফোন সাংবাদিকদের কাছে নিজের দোষ স্বীকার করে বলেন, ‘আমি ভুলবশত লিঙ্গের বেশি অংশ কেটে ফেলেছি।’

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ বলেন, বিষয়টি লোকমুখে শুনেছেন। রিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test