E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ ও জাতির জন্ম হতো না'

২০২৪ মার্চ ১৭ ১৩:২৩:৫৭
'বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ ও জাতির জন্ম হতো না'

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ ও জাতির জন্ম হতো না' বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ।

আজ (১৭ মার্চ) রবিবার সকাল সাড়ে নয় টায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা প্রশাসন আয়োজিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ কে আজাদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো আর কোন মহান নেতা এদেশে আর কোনদিন জন্মাবে কিনা জানি না; তবে তাঁর আদর্শ ও চেতনাকে সত্যিকারে বুকে ধারণ করলে, আমরা বঙ্গবন্ধু'র স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হবো।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্ত্বে, ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, স্থানীয় সরকার ফরিদপুরের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বাতিন, ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম লেভি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সাবেক জেলা আওয়ামী লীগনেতা এড. বদিউজ্জামাল বাবুল, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ফরিদপুর পৌর আওয়ামী লীগের সদস্য মো. জামাল উদ্দীন কানু প্রমুখ।

(আরআর/এএস/মার্চ ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test