E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

২০২৪ মার্চ ২১ ১৭:১২:১৪
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে জিল্লুর রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

জিল্লুর রহমান এর মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীরমুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্ঠা মিনহাজ উদ্দিন মিন্টু, সাংবাদিক নেতা মানিক লাল ঘোষ, রোকন উদ্দিন পাঠান, হুমায়ুন কবির মিজি, আনিসুর রহমান প্রমুখ।

(এসএস/এসপি/মার্চ ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test