E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বরগুনায় ভর্তুকির কম্বাইন্ড হারভেস্টারের মেশিন ও যন্ত্রাংশ বিক্রির অভিযোগ

২০২৪ মার্চ ২৩ ১৪:০৪:৪৫
বরগুনায় ভর্তুকির কম্বাইন্ড হারভেস্টারের মেশিন ও যন্ত্রাংশ বিক্রির অভিযোগ

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা জেলার আমতলী উপজেলাতে প্রান্তিক  কৃষকের মাঝে সরকারের ভর্তুকি মূল্যে বিতরণকৃত কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও তার যন্ত্রাংশ অন্যাত্র  বিক্রি করে ফেলার অভিযোগ পাওয়া গেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গত ১ মে ২০২২ ইংরেজী তারিখে প্রায় ৩০ লাখ টাকার মূল্যের একটি হার্ভেষ্টার মেশিন ৭০ শতাংশ ভর্তুকিতে মাত্র ৯ লাখ টাকা চুক্তিতে আমতলী উপজেলা কৃষি অফিস থেকে ক্রয় করেন।

ক্রয়কৃত ওই হার্ভেস্টার মেশিনটি আমতলী সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গাজী আবদুল হান্নান পরিচালনা করেন। সম্প্রতি লোভল কম্বাইন্ড হারভেস্টারের মেশিন ও তার কিছু যন্ত্রাংশ অন্যাত্র বিক্রি করার পরে মেশিনের বাকি অংশ যুবলীগ নেতা গাজী হান্নানের বাড়ী উপজেলার ফকিরবাড়ী বাসস্ট্যান্ডের নিকট পড়ে রয়েছে।

আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম জানান, হান্নান ও আমি এক সাথে আমতলী যুব লীগের রাজনীতি করতাম সেই সুবাদে ওর সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে ওকে আমি মেশিনটি ছাড়িয়ে পরিচালনা করতে দিয়েছি। এখন মেশিনটির কি অবস্থা তা হান্নানই ভাল বলতে পারবে।

অভিযুক্ত যুবলীগ নেতা গাজী আবদুল হান্নান হার্ভেষ্টারের মেশিন ও যন্ত্রাংশ বিক্রি করার কথা স্বীকার করে বলেন, আমি শুরুর দিকে নজরুল ইসলামের কাছ থেকে কম্বাইন্ড হারভেস্টার মেশিনটি ভাড়া নিয়ে ব্যবসা করেছি। তিনি মেশিনের যন্ত্রাংশ বিক্রির বিষয়ে বলেন, কম্বাইন্ড হারভেস্টারটি উত্তরাঞ্চলে পাঠিয়ে ছিলাম সেখানে বড় একটি গাড়ীর সাথে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বিধায় মেশিন ও যন্ত্রাংশ বিক্রি করে দিয়েছি।

আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কম্বাইন্ড হারভেস্টার মেশিন কোনক্রমে বিক্রয় করা যাবেনা এবং উপজেলার বাহিরে নিয়ে ব্যবসা করতে হলে অফিসের অনুমতি নিতে হবে। যদি এক্সিডেন্টে ক্ষতিগ্রস্থ হয় তা হলে রিপিয়ারিং করা যাবে কিন্তু বিক্রয় করা যাবে না। এছাড়া সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ-বছরে উন্নয়ন সহায়তায় কৃষকের মাঝে (ভর্তুকি মূল্যে) কম্বাইন হারভেস্টার বিতরণের উদ্যোগ নেয় সরকার। দূর্যোগপ্রবণ এলাকা হিসাবে বরগুনার আমতলীতে প্রান্তিক কৃষকের মাঝে প্রতিটি হারভেস্টারে ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে বিক্রি করেন উপজেলা কৃষি অফিস। স্বনামধন্য হারভেস্টার কোম্পানি এসিআই ও মেটাল এই ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন দিয়ে থাকে। ভর্তুকির বাইরে কোম্পানি থেকে এটি কিনতে গেলে তার মূল্য ৩০ লাখ টাকার বেশি পড়ে। অথচ সরকার ভর্তুকী দিয়ে সেই মেশিন মাত্র ৯ লাখ টাকায় বিতরণ করে। শুধু তাই নয়, মেশিনটি পেতে সহজ কিস্তির সুবিধাও রয়েছে।

এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ঈসা মুঠোফোনে বলেন, ওই হার্ভেষ্টার মেশিন সম্পর্কে এসিআই ও মেটাল কোম্পানির কাছ থেকে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম মুঠোফোনে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসএস/এএস/মার্চ ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test