E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে মুক্তিযুদ্ধে শহীদদের গণকবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন এ কে আজাদ

২০২৪ মার্চ ২৬ ১৪:৪২:৫৪
ফরিদপুরে মুক্তিযুদ্ধে শহীদদের গণকবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন এ কে আজাদ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে ফরিদপুরে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের গণকবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ ফরিদপুর জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকতাবৃন্দ।

মঙ্গলবার সকালে শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের গণকবর ও স্মৃতি স্তম্ভে সংসদ সদস্য এ কে আজাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, সাবেক জেলা আওয়ামী নেতা এডভোকেট বদিউজ্জামাল বাবুল, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেধু, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, কোতয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মনোয়ার হোসেন, ফরিদপুর পৌর আওয়ামী লীগের সদস্য মো. জামাল উদ্দিন কানুসহ আরও অনেকে।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংসদ সদস্য এ কে আজাদের নেতৃত্বে একটি শোভাযাত্রা মিছিল ফরিদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের শেখ জামাল স্টেডিয়ামের শহীদ স্মৃতি স্তম্ভের সামনে এসে শেষ হয়। পরে ফরিদপুর জেলা প্রশাসনকে সাথে নিয়ে শহীদদের গণকবর জিয়ারত ও স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য এ কে আজাদ।

এছাড়া, ফরিদপুর জেলা আওয়ামী লীগ, ফরিদপুর জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগসহ ফরিদপুর জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

(আরআর/এএস/মার্চ ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test