E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে ঐক্যের ডাক দিয়ে আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন কেন্দ্রীয় নেতা বিপুল

২০২৪ মার্চ ২৯ ১২:৪৯:১৪
ফরিদপুরে ঐক্যের ডাক দিয়ে আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন কেন্দ্রীয় নেতা বিপুল

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনে ফরিদপুর আওয়ামী লীগে ঐক্যের ডাক দিয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বিপুল ঘোষ।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরে অনাথের মোড়ে অবস্থিত শারমিন গ্রুপের কর্ণধার ইসমাইল হোসেনের ফরিদপুরের বাসভবনে, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক কর্মী সভায় উপস্থিত সকল নেতাকর্মীর সর্বসম্মতিক্রমে প্রার্থীদের নাম ঘোষণা করেন ফরিদপুর আওয়ামী রাজনীতি'র এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ।

কেন্দ্রীয় আওয়ামী লীগনেতা বিপুল ঘোষের ঘোষণা অনুযায়ী আসন্ন ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে তাঁদের সমর্থিত প্রার্থীরা হলেন - ১।উপজেলা চেয়ারম্যান পদে- সাবেক ছাত্রনেতা ও ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. মনিরুল হাসান মিঠু, ২। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে- সাবেক ছাত্রনেতা ও ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির এবং ৩। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে- ফরিদপুর জেলা লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার ডা. মাসুদা বেগম (বুলু)।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য বিপুল ঘোষের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর উপজেলা এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা ও ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. মনিরুল হাসান মিঠু, ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ফরিদপুর জেলা পূঁজা উৎপাদন কমিটির সভাপতি যশোদা জীবন দেবনাথ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আইভি মাসুদ, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেধু, ফরিদপুর পৌরসভার সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকন্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবু, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতিন, ফরিদপুর সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মিলন পাল, সাবেক জেলা আওয়ামী লীগনেতা এডভোকেট বদিউজ্জামাল বাবুল, হামীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, শারমিন গ্রুপের কর্ণধার মো. ইসমাইল হোসেন, আওয়ামী লীগনেতা শোয়েবুল ইসলাম, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, ডিগ্রীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদ মুন্সী, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সত্যজিৎ মুখার্জি, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া সহ ফরিদপুর পৌরসভা ও ফরিদপুর সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ, সাবেক ও বর্তমান কাউন্সিলরবৃন্দ এবং ফরিদপুর সদর উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে উপরোক্ত তিন জন প্রার্থীকে বিজয়ী করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। সভায় ফরিদপুরের সদর উপজেলা আওয়ামী লীগ, ফরিদপুর পৌর আওয়ামী লীগ, স্থানীয় ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগ, স্থানীয় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফরিদপুর সদরের স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের জনপ্রিয়- সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ কে আজাদ বলেন, 'মঞ্চে আমার সাথে যারা উপবিষ্ট আছেন তাঁরা সবাই দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলার স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগে নিরলসভাবে কাজ করে যাওয়া- জননেত্রী শেখ হাসিনার পরিক্ষিত ও বিশ্বস্ত কর্মী। এরাই তিলে তিলে ফরিদপুর জেলায় আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করেছেন। এই বর্ষীয়ান নেতৃবৃন্দ ও আপনারা যারা মাঠের নেতাকর্মী এখানে উপস্থিত আছেন, সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিই আমার সিদ্ধান্ত। যাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা সবাই ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা নেতৃত্ব, কর্মীবান্ধব ও সাধারণ মানুষের কাছের জনপ্রিয় জননেতা। সুতরাং এদের বিজয়ী করার দায়িত্ব আপনাদেরই'। বিশেষ অতিথি'র বক্তব্যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন বলেন, প্রায় টানা বিশ বছর ধরে জেলা আওয়ামী লীগের সদস্য মো. মনিরুল হাসান মিঠু আমার বন্ধু মানুষ, আমরা দীর্ঘ ৪০ বছরের উপরে একসাথে রাজপথে রাজনীতি করে এসেছি। মনিরুল হাসান মিঠু ও মনিরুজ্জামান মনির দু'জনই রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি-জিএস ছিলেন এবং জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। এদের যথাযথ মুল্যায়ন করার দায়িত্ব আপনাদের ও আমাদের। এনাদের তিনজনকেই বিজয়ী করার দায়িত্বও আমাদের সবার'।

উক্ত সভার সভাপতি'র সমাপনী বক্তব্যে বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা কৃষক লীগের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য বিপুল ঘোষ বলেন, 'যারা ফরিদপুরে আওয়ামী লীগ করেন, তারা সবাই এক পতাকা তলে আসুন। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করে আওয়ামী লীগ আরও শক্তিশালী করে গড়ে তুলি। আমরা এক থাকলে কেউ আমাদের হারাতে পারবেনা। আমরা যে তিনজন প্রার্থী আজ দিয়েছি, তাদের আমরা পকেট থেকে দেইনি। এরা সবাই নিজ নিজ শ্রম ও যোগ্যতার মাফ কাঠিতে উত্তীর্ণ আওয়ামী লীগের ত্যাগী নেতা। তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনা করে সর্বসম্মতিক্রমে এই প্রার্থী আমরা ঘোষণা করেছি। বিপুল আরও বলেন, 'সংসদ সদস্য এ কে আজাদকে যেমন আপনারা বিপুল ভোটে বিজয়ী করেছেন, তেমনি আমাদের মনিরুল হাসান মিঠু, মনিরুজ্জামান মনির ও মিসেস মাসুদা বেগম বুলু'কেও আপনাদের বিজয়ী করার দায়িত্ব দিলাম'। সবাই এক থাকলে যোগ্য এই তিনজন প্রার্থীই বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন ফরিদপুর আওয়ামী রাজনীতি'র এই বর্ষীয়ান রাজনীতিবিদ বিপুল ঘোষ।

সভা শেষে ফরিদপুর সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় তিন হাজার নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।

(আরআর/এএস/মার্চ ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test