E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে কুড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইক চালক

২০২৪ মার্চ ২৯ ১৪:৫৭:৪৬
যশোরে কুড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইক চালক

যশোর প্রতিনিধি : যশোরে রাস্তায় পড়ে পাওয়া চার লাখ ৪৫ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়েছেন ইজিবাইক চালক ইসমাইল আলী (৫৮)। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের মধ্যস্থতায় টাকার মালিক ব্যবসায়ী শহিদুলকে হারিয়ে যাওয়া টাকা ফেরত দেওয়া হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, যশোর মণিহার চত্বরে ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম তার নিজ বাসা বকচর থেকে প্লাস্টিকের ব্যাগে করে চার লাখ ৪৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে ফলপট্টিতে আসছিলেন। আসার পথে মণিহার চত্বর এলাকায় রাস্তার ওপরে টাকার ব্যাগটি পড়ে যায়। এই টাকার ব্যাগ পান ইজিবাইকচালক যশোর শহরতলীর রামনগর এলাকার মৃত মসলেম আলীর ছেলে শেখ ইসমাইল আলী।

এদিকে টাকার ব্যাগ হারিয়ে ব্যাবসায়ী শহিদুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে হারিয়ে যাওয়া ব্যাগের সন্ধানে শহরে মাইকিং করেন।

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ জানান, ইজিবাইকচালক ইসমাইল আলী টাকাসহ ব্যাক পেয়েছেন জানিয়ে আমার কাছে নিয়ে আসেন। ইউনিয়ন পরিষদে বসে টাকার ব্যাগ খুলে গুনে দেখা যায় সেখানে চার লাখ ৪৫ হাজার টাকা আছে। আমি ঘটনাটি কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে জানাই। পরে ওসি ইজিবাইক চালক ইসমাইল আলী ও টাকার মালিক ফল ব্যবসায়ী শহিদুল ইসলামকে আসতে বলেন। আমাদের উপস্থিতিতে রাস্তায় পড়ে পাওয়া টাকাগুলো শহিদুল ইসলামকে ফেরত দেন। টাকা খুইয়ে আবার সেই টাকা ফেরত পেয়ে খুবই খুশি ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম।

অনুভূতি প্রকাশে তিনি বলেন, সমাজের সত্যি সত্যি এখনো সৎ এবং মানবিক মানুষ আছেন। তিনি ইজিবাইকচালককে ২০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেন।

(এসএমএ/এএস/মার্চ ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test