E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার, ৩০ হাজার টাকা জরিমানা আদায়

২০২৪ মার্চ ৩১ ১৮:২৭:২৭
সাতক্ষীরায় ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার, ৩০ হাজার টাকা জরিমানা আদায়

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ানের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একই সাথে সরাকারি চাল মজুদ রাখার অপরাধে সেলিম হোসেন  নামে এক ব্যাবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার আঁগড়দাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সদর উপজেলার বাঁশদহা গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম হোসেন দীর্ঘ দিন ধরে আগরদাঁড়ি গ্রামে তার নানা মন্তেজ গাজীর বাড়িতে থাকেন। চাউলের ব্যবসার পাশাপাশি তিনি চোরাই জিনিসপত্র কিনে থাকেন। স্থানীয় আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবীর হোসেন মিলনের সঙ্গে তার সখ্যতা রয়েছে।

সকাল ১১ টার দিকে গোপন সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া সেখানে অভিযান চালান। এসময় সরকারি চাল রাখার অপরাধে সেলিম হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সম্প্রতি তিনি খাদ্য বান্ধব কর্মসূচির বেশ কিছু বস্তা চাল বিভিন্ন ভাবে কিনে নিজের বাসাসহ পার্শ্ববর্তী মধু ও দুলালের বাড়িতে মজুত করেন। গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সেলিম হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩০ কেজি ওজনের ১৭ বস্তা চাল। তবে মধু ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী দুলালের বাড়িতে কোন অভিযান পরিচালনা করা হয়নি।

সাতক্ষীরায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া জানান, ভ্রাম্যমান আদলতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি। ঘটনাস্থল থেকে ১৭ বস্ত সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

(আরকে/এসপি/মার্চ ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test