E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে প্রাণিসম্পদের সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

২০২৪ এপ্রিল ১৮ ১৭:৩৭:২২
ঈশ্বরদীতে প্রাণিসম্পদের সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

ঈশ্বরদী প্রতিনিধি : "প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" স্লোগানকে প্রতিপাদ্য করে ঈশ্বরদীতে  প্রাণিসম্পদের সেবা সপ্তাহ ও প্রদর্শনী' ২০২৪ উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি গালিব শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যে সংগ্রাম চলছে, ত তে ঈশ্বরদীর খামারিরা সফলভাবে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। ঈশ্বরদীতে কৃষি ও শিল্প খাত সমান্তরালভাবে উন্নয়নের জন্য আমার প্রয়াত পিতা সাবেক ভূমি মন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমিও আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করে যাব।

সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, জেলা কৃত্তিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা: রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হোসাইন। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test